বোয়ালখালী প্রতিনিধি
বোয়ালখালীতে জাহাজ নির্মাণকারী প্রতিষ্ঠান এফএমসি ডকইয়ার্ডে হানা দিয়ে নিরাপত্তারক্ষীদের মারধর করেছে দুর্বৃত্তরা। নিয়ে গেছে ৪টি মোবাইল সেট ও ৫০-৬০টি ইলেকট্রনিক ক্যাবল। গতকাল বুধবার ভোর সাড়ে ৩টার দিকে উপজেলার শাকপুরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের নদী তীরবর্তী ডকইয়ার্ডে এ ঘটনা ঘটে।
প্রতিষ্ঠানটির সিকিউরিটি ইনচার্জ নির্মল প্রিয় ত্রিপুরা বলেন, ‘কর্ণফুলী নদী পথে ইঞ্জিনচালিত নৌকায় ২৫-৩০ জনের একটি দল ধারালো দেশিয় অস্ত্র নিয়ে ডকইয়ার্ডে প্রবেশ করে।তারা অস্ত্রের মুখে নিরাপত্তারক্ষীদের জিম্মি করে ফেলে। এতে বাঁধা দিলে একজন সিকিউরিটিকে ঘুষি মেরে দাঁত ভেঙে ফেলে এবং দায়ের কোপে আমি পায়ে আঘাত পাই।’
এ ব্যাপারে প্রতিষ্ঠানটির পক্ষে বোয়ালখালী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন নির্মল প্রিয় ত্রিপুরা।