বোয়ালখালী প্রতিনিধি
বোয়ালখালীতে ২০ পিচ ইয়াবা ট্যাবলেটসহ দুই কারবারি গ্রেপ্তার করেছে পুলিশ। গত বুধবার দিবাগত রাতে উপজেলার শাকপুরা ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মধ্যম শাকপুরা এলাকার একটি পুকুর পাড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন শাকপুরা ইউপির ৯ নম্বর ওয়ার্ডের মধ্যম শাকপুরা ইয়াকুব আলীর বাড়ির নুরুল আজিমের ছেলে মো. জুয়েল (২৫) ও পটিয়া ধলঘাট ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লাল মিয়া বলি বাড়ির মীর আহমেদের ছেলে ফারুক আহমেদ (৩০)।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বলেন, বিক্রয়ের উদ্দেশ্যে অবৈধ ইয়াবা ট্যাবলেট হেফাজতে রাখায় জুয়েল ও ফারুকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাদের বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।