বোয়ালখালী ও পটিয়া প্রতিনিধি
বোয়ালখালীতে অভিযান চালিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের দুই নেতাকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার দিবাগত রাতে এ অভিযান পরিচালনা করা হয়। এ ঘটনায় পটিয়া থানায় মামলা দায়ের করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, পটিয়া উপজেলার হাবিলাসদ্বীপ ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হুলাইন গ্রামের খালেক মেম্বার বাড়ির মো. নুরুল আবছারের ছেলে মো. গিয়াস উদ্দিন সাব্বির (৩১), ছনহরা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের চাটরা গ্রামের ফুল গাজীর বাড়ির মৃত আবুল হোসেনে ছেলে মো. বছিরুল হক শাহিন (২৩)। সাব্বির পটিয়া সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি। এছাড়া শাহিন পৌর ছাত্রলীগ নেতা বলে জানা গেছে।
পুলিশ জানায়, বোয়ালখালী উপজেলার শাকপুরা মিলিটারীপুল এলাকায় চেকপোস্টে রাত দেড়টার দিকে পুলিশ ১টি সিএনজিচালিত অটোরিকশাকে থামিয়ে তল্লাশি নিচ্ছিল। এসময় গাড়িতে বসা সাব্বির উত্তেজিতভাবে কথাবার্তা বলছিলো। তাকে সন্দেহজনক মনে হওয়ায় তার মুঠোফোনে ধারণকৃত ১টি একনলা বন্দুকের ছবি দেখা যায়। এ বিষয়ে অপর যাত্রী শাহিনকে জিজ্ঞাসাবাদ করলে সে জানায় বন্দুকটি বিক্রির জন্য ছবি তুলেছিল। তাদের দেয়া তথ্যমতে পটিয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের আলোছায়া নামক আবাসিক ভবনের ৪র্থ তলার সি-৪নং ফ্ল্যাটে তল্লাশি চালিয়ে ড্রয়িং রুমের খাটের নিচ থেকে ১টি একনলা বন্দুক, ৩টি লেডবল গুলি, ৪টি পিস্তলের গুলি, ১টি লোহার পাত, ২টি চাকু জব্দ করা হয়। এসময় ধৃতদের কাছ থেকে ৩টি মোবাইল সেটও জব্দ করা হয়েছে।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সরোয়ার বলেন, অস্ত্রসহ জব্দকৃত সরঞ্জাম ও আসামিদের পটিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। এবিষয়ে বোয়ালখালী থানা পুলিশ বাদী হয়ে পটিয়া থানায় মামলা দায়ের করেছে।