বোয়ালখালী প্রতিনিধি
বোয়ালখালীতে অভিযান চালিয়ে অবৈধ অস্ত্রসহ মো. ইমরান হোসেন মুন্না (৩৮) নামে এক যুবককে আটক করেছে সেনাবাহিনী। গতকাল মঙ্গলবার ভোর ৪টার দিকে পশ্চিম কধুরখীল থেকে তাকে আটক করা হয়।
এ সময় মুন্নার কাছ থেকে ১টি এলজি, ৩টি চাপাতি, ২টি ছুরি, নগদ ৮৯ হাজার ৮২৫ টাকা, ১১০ দিরহাম, ৬৮টি মোবাইলের সিমকার্ড, ২টি স্মার্ট মোবাইল সেট উদ্ধার করা হয়েছে। এই অভিযানে নেতৃত্ব দেন লেফটেন্যান্ট কর্নেল সালাহ উদ্দিন আল মামুন।
বোয়ালখালী সেনাক্যাম্প কমান্ডার মেজর রাসেল বলেন, ইমরান হোসেন মুন্না এলাকায় চাঁদাবাজিসহ বিভিন্ন সন্ত্রাসী কার্যক্রমে জড়িত। তার কাছ থেকে পাওয়া অবৈধ অস্ত্র ও সরঞ্জাম থানায় হস্তান্তর করা হয়েছে।