বোনানজা ক্লাব’র ৭ম বর্ষপূর্তি উপলক্ষ্যে সামাজিক কাজের স্বীকৃতিস্বরূপ বিভিন্ন সংগঠনকে সম্মাননা প্রদান এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকালে চট্টগ্রাম প্রেস ক্লাব এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বোনানজা ক্লাব এর প্রতিষ্ঠাতা সভাপতি শাহেদুল ইসলাম। অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক যুগ্ম পরিচালক বীর মুক্তিযোদ্ধা ফজল আহমেদ, বিভাগীয় ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য শাহনেওয়াজ রিটন, ১৭ নং পশ্চিম বাকলিয়ার সাবেক কাউন্সিলর আরিফুল ইসলাম ডিউক, ১৭, ১৮, ১৯নং ওয়ার্ড এর সাবেক কাউন্সিলর ফারজানা পারভীন, চট্টগ্রাম সিটি কলেজ এর সহকারী অধ্যাপক মোহাম্মদ ইলিয়াছ, দৈনিক মানবজমিন চট্টগ্রাম এর ব্যুরো প্রধান জালাল রুমি, দৈনিক নয়াদিগন্তের স্টাফ রিপোর্টার আরাফাত বিপ্লব প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সামাজিক ও ক্রীড়া সংগঠন বোনানজা ক্লাব বিভিন্ন সময় মানবিক ও উন্নয়নমূলক কাজের মাধ্যমে মানুষের মন জয় করেছে। বিজ্ঞপ্তি