ফটিকছড়ি প্রতিনিধি
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত, আহতদের সুস্থতা ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল ১৬ আগস্ট রাত সাড়ে ৮ টায় ফটিকছড়ি পৌরসভার আমান বাজারে বিএনপি ও অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে প্রধান অতিথি চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক সরোয়ার আলমগীর বলেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার পতনের মধ্যে দিয়ে পুনরায় এ দেশ স্বাধীনতা অর্জন করেছে । এ অর্জন ছাত্র জনতার, গণ মানুষের। এত দিন যারা দুর্নীতি করেছে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার আহবান জানান তিনি। উত্তর জেলা যুবদলের সহ-সভাপতি আজম খানের সভাপতিত্বে ও জেলা যুবদল নেতা সরোয়ার মফিজের সঞ্চালনায় দোয়া মাহফিলে বক্তব্য রাখেন পৌর বিএনপির আহবায়ক মোবারক হোসেন কাঞ্চন, নাজিম উদ্দীন শাহিন, আবু তাহের সিদ্দীকী, মনসুর আলম চৌধুরী, জয়নাল ভান্ডারী, খালেদ বাবুল, মোশরাফুল আনোয়ার মশু, ফয়েজ তারেক, মো. সাইফুদ্দীন, যুবদল নেতা আহিমদ রশীদ চৌধুরী, বেলাল বিন নুর, সাইফুল হায়দার রাসেল, মোজাহারুল ইকবাল লাভলু, উপজেলা ছাত্রদলের সভাপতি মহিউদ্দিন মেসি, এম এ মাহফুজসহ প্রমুখ।