বৈষম্যবিরোধী প্রগতিশীল নাগরিক সমাজের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ছাত্র আন্দোলনে শাহাদাতবরণকারী ছাত্র-জনতার স্মরণসভা অনুষ্ঠিত হয়। গত ১৫ আগস্ট সংগঠনের অস্থায়ী কার্যালয়ে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা লায়ন হায়দার আলী চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নিজের জীবন উৎসর্গ করে যে স্বাধীনতা উপহার দিয়েছেন, তা রাজনীতির নামে বিগত বছরের পর বছর ক্ষমতালোভী স্বৈরাচারী সরকারের নিপীড়ন, নির্যাতন, বৈষম্যমূলক ও নিবর্তনমূলক আইন, লুটপাট, দুর্নীতি, ব্যাংক লুট, অর্থপাচার এবং সামাজিক দুর্বৃত্তায়নের মাধ্যমে বাংলাদেশকে ধ্বংসের মুখে ঠেলে দিয়েছিল। ২০২৪ সালে অকুতোভয় শিক্ষার্থীদের সময়োপযোগী আন্দোলন জাতির জন্য সর্বশক্তিমান সৃষ্টিকর্তার পক্ষ থেকে দোয়া হিসেবে আমাদের দেশ, মহান মুক্তিযুদ্ধ, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রাহুর করালগ্রাস হতে মুক্তিলাভ করে দ্বিতীয়বারের মতো স্বাধীনতা লাভ করেছি। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে দেশের শ্রেষ্ঠ সন্তান শহীদ আবু সাঈদ, শহীদ মুগ্ধসহ সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে আন্দোলনে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন। বক্তব্য রাখেন আবুল হোসেন, মোহাম্মদ হাসান, আব্দুল মান্নান, শ্রীমতী বাপ্পা সরকার, শাহনাজ বেগম, শাহানা আক্তার প্রমুখ। সভা শেষে মাওলানা গাজী মোহাম্মদ সালাউদ্দিনের পরিচালনায় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। বিজ্ঞপ্তি