রাষ্ট্রীয় মালিকানাধীন ইস্টার্ন রিফাইনারী লিমিটেড থেকে পণ্য পরিবহণে ভাড়া বৃদ্ধির দাবিতে মানববন্ধন করেছে হালিশহর-পতেঙ্গা এলাকার বৈষম্য বিরোধী ট্রাক মালিক শ্রমিক ইউনিয়ন। গত মঙ্গলবার সকালে ইস্টার্ন রিফাইনারী লিমিটেডের সমান আয়োজিত মানববন্ধনে বক্তারা বলেন, ইস্টার্ন রিফাইনারী এবং এলপি গ্যাস থেকে পণ্য পরিবহণ করে জাতীয় অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করলেও ট্রাক মালিক শ্রমিকরা দীর্ঘদিন ধরে অবহেলিত। জ্বালানি তেলের দাম বাড়লেও ঠিকাদার ও সিন্ডিকেটের ভাড়া বৃদ্ধি না করে এক যুগেরও বেশি সময় মালিক শ্রমিকদের ঠকিয়ে আসছে। বক্তারা ভাড়া বৃদ্ধির পাশাপাশি সিন্ডিকেটের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহবান জানান। না হয় দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে বলে হুশিয়ারি দেন। এ সময় বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ট্রাক মালিক শ্রমিক ইউনিয়নের আহবায়ক জয়নাল আবেদীন, যুগ্ম-আহবায়ক জোবায়ের, মো. ওসমান, মো. ইকবাল, আবু তাহেরসহ অন্যরা। বিজ্ঞপ্তি