হাটহাজারী প্রতিনিধি
চট্টগ্রামের হাটহাজারীর নাজিরহাট কলেজে বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ নভেম্বর সকালে কলেজ মিলনায়তনে স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন কমিটির আহবায়ক অধ্যাপক ড. দোলন কান্তি ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে প্রধান অতিথির বক্তব্যে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জহির উদ্দিন সিদ্দিকী শাহিন বলেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ ও আহতদের সুমহান আত্মত্যাগের মধ্য দিয়ে দেশ মুক্ত হয়েছে। সুযোগ সৃষ্টি হয়েছে কল্যাণকামী গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র গঠনের। এ লক্ষ্যে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি সততা ও দেশপ্রেমের চেতনাকে হৃদয়ে ধারণ করে জাতীয় মুক্তি অর্জন ও গণতান্ত্রিক দেশ গঠনে এগিয়ে আসতে হবে।
অধ্যাপক আরমানুল হক ফরহাদ ও অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মোহাম্মদ সাইফুল ইসলাম। আরও বক্তব্য রাখেন অধ্যাপক এস এম কাউছার, অধ্যাপক মোসফেকা চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ হামিদুল্লাহ এবং কর্মচারিদের পক্ষে বক্তব্য রাখেন অতিরিক্ত সহকারী লাইব্রেরিয়ান মো. সুজায়েত আলী চৌধুরী।
এর আগে সভার শুরুতে শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন শেষে তাদের রুহের মাগফিরাত কামনায় অধ্যাপক দেলাওয়ার হোসেন দোয়া ও মোনাজাত পরিচালনা করেন। স্মরণসভা শেষে অধ্যাপক রোজী মজুমদার ও অধ্যাপক জিয়াউল হকের পরিচালনায় কলেজের ছাত্রছাত্রীরা এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।