বৈলতলী ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভা অনুষ্ঠিত

1

চন্দনাইশ প্রতিনিধি

তৃণমূল বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠনকে সুসংগঠিত করার লক্ষ্যে চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগি সংগঠনের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত ১৯ অক্টোবর বিকালে বৈলতলী ইউনুস মার্কেট কমিউনিটি সেন্টারে চন্দনাইশ উপজেলা যুবদলের আহবায়ক তরকিুল ইসলাম টুটুলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক জাহাঙ্গীর আলম, প্রধান বক্তা ছিলেন চন্দনাইশ পৌরসভা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইখতিয়ার হোসেন ইফতু। মিজানুর রহমান মিজান ও জি এম ফোরকানের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, বাহাউদ্দিন, পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোরশেদ আলম, অলিউল হোসেন মুন্সী, সদস্য আবু সালেক, নাজিম উদ্দীন, সেলিম উদ্দীন, আবু বক্কর, মাহাবুল করিম সোহেল, মোশারফ হোসেন, আজম খান, আবুল কালাম আজাদ, সেলিম আলদীন, আবু ছিদ্দিক, মো. সারোয়ার, মো. জাহাঙ্গীর, মো. সাইফুল, তসলিম, কামরুল ইসলাম, আব্দুল সাত্তার সানি, মো. জোবাইর, মো. মানিক, মো. ইউসুফ, রাজীব চৌধুরী, মো. আরাফান চৌধুরী, হেনাম, জিয়াউল হক, বানু মিয়া, জাভেদ চৌধুরী রহিম, রবিউল ইসলাম, সাকিব, আসিক, তারিফ, মাইনুল হাসান রকি, খালেক, আসিক প্রমুখ। এ সময় বক্তাগণ বলেন, ৩১ দফা বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।