বৈদ্যুতিক মোটরের উপর পড়ে ছিল যুবকের মরদেহ

1

চকরিয়া প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল মান্নান (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় বসত বাড়ির পানি তোলার বৈদ্যুতিক মোটরের উপর ওপোড় হয়ে পড়ে ছিল ওই যুবকের মরদেহ। গতকাল মঙ্গলবার ভোররাত সাড়ে তিনটার দিকে উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের অলির বাপের পাড়া এলাকার বাদশা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
এদিন সকালে চকরিয়া থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহত যুবকের মরদেহ উদ্ধার করে। স্থানীয় বাসিন্দাদের দাবি, রাতে আঁধারে বসতঘরের পানি তোলার মোটর চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত হয় ওই যুবক। বিদ্যুৎস্পৃষ্টে নিহত আবদুল মান্নান উপজেলার সাহারবিল ইউনিয়নের বাসিন্দা রেজাউল করিম মিস্ত্রির ছেলে।
স্থানীয় লোকজন জানায়, অলির বাপের পাড়ার বাসিন্দা বাদশা মিয়ার বসত বাড়িতে পানি তোলার দুইটি বৈদ্যুতিক মোটর রয়েছে। তন্মধ্যে একটি মোটর বাড়ির বাইরে, আরেকটি মোটর বসতবাড়ির রান্না ঘরের ভেতরে বসানো হয়। মঙ্গলবার ভোররাতে বাড়ির বাইরের মোটরটি চুরি করার পর রান্নাঘরের মোটরটি চুরি করার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় যুবক আব্দুল মান্নান।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে স্থানীয় ইউপি সদস্য কফিল উদ্দিন বলেন, মঙ্গলবার ভোর পাঁচটার দিকে বাড়ির মালিক বাদশা মিয়া তার বসত বাড়ির দুর্ঘটনার বিষয়টি আমাকে জানান। পরে আমি ঘটনাস্থলে গিয়ে দেখতে পাই, রান্নাঘরের বৈদ্যুতিক মোটরের ওপরে দুই হাত রাখা অবস্থায় উপুড় হয়ে পড়ে আছে আব্দুল মান্নানের নিথর মরদেহ। পরে জরুরি সেবা ৯৯৯-এ ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, বিদ্যুৎস্পৃষ্টে নিহত আবদুল মান্নান একজন পেশাদার চোর ছিলেন। বিভিন্ন এলাকায় চুরি করতে গিয়ে একাধিকবার গণপিটুনির শিকার হওয়ার পাশাপাশি চুরির মামলায় জেলও খেটেছেন তিনি। ওসি আরও জানান, পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা চলমান রয়েছে।