শারদ উৎসবকে সামনে রেখে বৈদিক-৯২’র উদ্যোগে অনাথ আশ্রমের ছাত্রদের নতুন জামা, শিক্ষা ও খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে গত ২৭ সেপ্টেম্বর দিনব্যাপী রামগড় বিবেকানন্দ অনাথালয়ের ছাত্রদের শারদীয় উৎসবে পরিধানে পোশাক প্রদান, তাদের সাথে দুপুরের আহার, শিক্ষা ও খেলার সামগ্রী বিতরণ করা হয়।
এডমিন লায়ন লিটন কান্তি দাশের সভাপতিত্বে ও মডারেটর এড. সুকান্ত দত্তের সঞ্চালনায় উপস্থিত ছিলেন আশ্রমের অধ্যক্ষ চন্দন চক্রবর্তী, সাবেক এডমিন বিনা নন্দী, এডমিন উর্মিলা ধর, মডারেটর কুন্তল নন্দী, সদস্য দেবব্রত নাথ রানা, বিকাশ রায়,বিজয় শর্মা, রক্তিম চৌধুরী, সান্তনু চৌধুরী, সরোজিত প্রমুখ।
বক্তারা বলেন, অনাথ ছাত্ররা সমাজের অবহেলিত। পূজাতে আমরা সবাই নতুন জামা পরে আনন্দ করি। কিন্তু অনাথ ছাত্রদের খোঁজ-খবর কেউ নেয় না। এরা আমাদেরই সন্তান। প্রতিবছরের ন্যায় এই বছরও সুবিধাবঞ্চিত অনাথ শিশুদের মাঝে শারদীয় উৎসবের আনন্দ ছড়িয়ে দিতে আমাদের এই আয়োজন। বিজ্ঞপ্তি