বেহাল সড়কে ভোগান্তি, সংস্কার কাজের উদ্বোধনে স্বস্তি

1

রাউজান প্রতিনিধি

দীর্ঘ এক যুগ ভোগান্তির পর অবশেষে চট্টগ্রামের রাউজান উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের বড়ঠাকুর পাড়া কোরআন মঞ্জিল সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণে ১ কোটি ২৪ হাজার টাকা ব্যয়ে কাজটি বাস্তবায়ন শুরু হয়েছে। জনগুরুত্বপূর্ণ এই সড়কের ব্যবহারকারী স্থানীয় জনসাধারণ, পথচারী ও যানবাহন চালকদের মাঝে স্বস্তি ফিরেছে উদ্বোধনের পরপরই। দীর্ঘ অপেক্ষার পর সড়কের কাজ শুরু হওয়ায় এলাকাবাসী সন্তুষ্টি প্রকাশ করেছেন।
গতকাল সোমবার বিকেলে প্রধান অতিথি হিসেবে কাজের উদ্বোধন করেন রাউজান উপজেলা বিএনপির যুগ্ম আহব্বায়ক ফিরোজ আহমেদ। পূর্ব গুজরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ও এডিশনাল পিপি অ্যাড. তাজুল ইসলামের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন উপজেলা যুবদল নেতা জানে আরম শিকদার, যুবদল নেতা আবদুল মান্নান, যুবদল নেতা নাজিম উদ্দিন, যুবদল নেতা মো. আব্বাস, আকতার হোসেন, যুবদল নেতা সাহেদুল আলম, ইউনিয়ন যুবদলের আহব্বায়ক জাগির হোসেন, নুরুল আমিন, প্রবাসি সুলতান আহমেদ, প্রবাসি ফিরোজ খান, হাজী মো. ইউছুপ, নুরুল আবছার, মো. জিয়াউল হক জনি, জসিম উদ্দিন, আইয়ুব আলী, মো. সালাউদ্দিন, মো. শাহীন, মো. শহীদ, মো. ফয়েজ, মো. জিয়াউর রহমান, মো. মহিউদ্দিনসহ অনেকে।