বেসরকারি হাসপাতাল ক্লিনিকে নন-ডিপ্লোমা নার্স, টেনিশিয়ানদের চাকারচ্যুতি প্রতিহত করা এবংবেসরকারী স্বাস্থ্য খাতে শ্রমিকদের ন্যুনতম মজুরি ২০ হাজার টাকা ধার্য্য করা এবং শ্রমিকদের জন্য ন্যয্য মূল্যে রেশনিং ব্যবস্থা চালু করার দাবিতে এক মানববন্ধন ও সমাবেশ গত বৃহস্পতিবার চট্টেশ^রী মোড়ে অনুষ্ঠিত হয়। বেসরকারী স্বাস্থ্য প্রতিষ্ঠান কর্মচারী ইউনিয়নের উদ্যোগে সংগঠনের সভাপতি আবদুর রহিমের সভাপতিত্বে এবং বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার যুগ্ম সম্পাদক ইফতেখার কামাল খানের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত মানববন্ধন সমাবেশে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র চট্টগ্রাম জেলার সভাপতি বীর মুক্তিযোদ্ধা তপন দত্ত, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র কেন্দ্রীয় সংগঠক ফজলুল কবির মিন্টু, মোহাম্মদ মিজানুর রহমান, বিপ্লব দাশ। বিজ্ঞপ্তি