বেসরকারি স্কুল-কলেজ অ্যাডহক কমিটি গঠনের নির্দেশ

2

বেসরকারি স্কুল-কলেজে অ্যাডহক বা অস্থায়ী কমিটি গঠনের নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আর অ্যাডহক কমিটিকে ছয় মাসের মধ্যে নিয়মিত গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি গঠনের নির্দেশনা দিতে বলা হয়েছে শিক্ষা বোর্ডগুলোকে। গতকাল সোমবার মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ নির্দেশনা দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বিভাগের বেসরকারি মাধ্যমিক শাখার উপসচিব সাইয়েদ এ জেড মোরশেদ আলী বলেন, প্রজ্ঞাপনটি জারি করে ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। খবর বিডিনিউজের।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের (নিম্ন মাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা স্তরের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটি) প্রবিধানমালা, ২০২৪- এর প্রবিধি ৬৪ এর আওতায় অ্যাডহক কমিটি গঠনপূর্বক ওই অ্যাডহক কমিটি কর্তৃক আগামী ৬ মাসের মধ্যে নিয়মিত কমিটি গঠন করতে প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের জন্য সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডসমূহকে অনুরোধ করা হলো।
গত ৫ আগস্ট সরকারের পট পরিবর্তনের পর অন্তর্বর্তীকালীন সরকারের শিক্ষা মন্ত্রণালয় গত ২০ আগস্ট সব বেসরকারি স্কুল ও কলেজের গভর্নিং বডি ও ম্যানেজিং কমিটির সভাপতিদের অপসারণ করে।
প্রতিষ্ঠানগুলোর পরিচালনা পর্ষদের নতুন দায়িত্ব পেয়েছিলেন বিভাগীয় কমিশনার, ডিসি, ইউএনওরা। তবে সভাপতি অপসারণ হলে কমিটির অন্য সদস্যরা নিজ নিজ পদে বহাল ছিলেন।