ইউরোপের চ্যাম্পিয়ন তারা। ক্লাব বিশ্বকাপের শুরুটাও রিয়াল মাদ্রিদ করলো চ্যাম্পিয়নদের মতো করে। গ্যারেথ বেলের হ্যাটট্রিকে ক্লাব শ্রেষ্ঠত্বের আসরের ফাইনাল নিশ্চিত করেছে মাদ্রিদের অভিজাতরা। বুধবার রাতের সেমিফাইনালে জাপানিজ ক্লাব কাশিমা অ্যান্টলারসকে হারিয়েছে ৩-১ গোলে। এবারের ক্লাব বিশ্বকাপের আসর বসেছে সংযুক্ত আরব আমিরাতে। ইউরোপের চ্যাম্পিয়ন হিসেবে রিয়াল প্রতিযোগিতাটিতে খেলছে সেমিফাইনাল থেকে। বুধবার ছিল তাদের প্রথম ম্যাচ। কাশিমার বিপক্ষে ম্যাচটি জিততে মোটেও বেগ পেতে হয়নি। বেল জ্বলে ওঠায় সহজেই নিশ্চিত করেছে ফাইনাল।
আবুধাবির জায়েদ স্পোর্টস সিটি স্টেডিয়ামের ম্যাচের শুরু থেকেই আক্রমণ চালিয়েছে রিয়াল। যদিও গোলের জন্য অপেক্ষা করতে হয়েছে ৪৪ মিনিট পর্যন্ত। বেলের লক্ষ্যভেদে ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লস ব্লাঙ্কোসরা। বিরতি থেকে ঘুরে এসে ৫৩ ও ৫৫ মিনিটে আরও দুই গোল করে হ্যাটট্রিক পূরণ করেন ওয়েসল ফরোয়ার্ড। তবে ৭৮ মিনিটে শোমা দোইয়ের গোলটি কেবল ব্যবধানই কমাতে পেরেছে কাশিমোর। বিপরীতে আরেকটি ক্লাব বিশ্বকাপ শিরোপা জয়ের মঞ্চে ওঠে যায় রিয়াল।
আগামীকাল শনিবার ফাইনালে ইউরোপিয়ান চ্যাম্পিয়নদের প্রতিপক্ষ স্বাগতিক আল আইন, যারা অন্য সেমিফাইনালে টাইব্রেকারে হারিয়েছে লাতিন অঞ্চলের চ্যাম্পিয়ন রিভার প্লেটকে।