বেলের অকুণ্ঠ প্রশংসায় সোলারি

29

ক্লাব বিশ্বকাপ সেমিফাইনালে গ্যারেথ বেলের খেলা নিয়ে ছিল শঙ্কা। সেটা দূর করে মাঠে নামলেন ওয়েলস ফরোয়ার্ড। এএফসি চ্যাম্পিয়নস লিগ বিজয়ী কাশিমা অ্যান্টলার্সকে একাই উড়িয়ে দিলেন হ্যাটট্রিক করে। ৩-১ গোলে রিয়াল মাদ্রিদ ফাইনাল নিশ্চিতের পর এই নায়ককে প্রশংসায় ভাসাতে কার্পণ্য করেননি কোচ সান্তিয়াগো সোলারি। বড় মুহূর্তে ওয়েলস তারকার এমন ধারাবাহিক পারফরম্যান্সে উচ্ছ্বসিত সোলারি, ‘বেলের তিন গোল এবং দলের দৃঢ়তা ও সামঞ্জস্যতায় আমি খুশি।’ পুরো ম্যাচে বেলের নৈপুণ্য নিয়ে রিয়াল কোচ বলেছেন, ‘বেল সবকিছু নিজের করে নিয়েছে- স্পটলাইট, মঞ্চ আর গোল। তার জন্য ম্যাচটি ছিল রোমাঞ্চকর। সে দেখিয়ে দিয়েছে, সে কী এবং কী করার সামর্থ্য রাখে।’