বেলুচিস্তানে পৃথক তিন হামলায় নিহত ৩৮

3

পাকিস্তানের দক্ষিণ-পশ্চিম দিকের বেলুচিস্তান প্রদেশে পৃথক সশস্ত্র তিনটি হামলায় কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। রোববার রাতে মুসাখালি জেলার দুর্গম রারাশাম এলাকায় কয়েকটি বাস ও ট্রাক থামিয়ে অস্ত্রধারীরা ২৩ জনকে গুলি করা হয়। গুলি করার আগে তারা যাত্রীদের পরিচয়পত্র যাচাই করে। তারা ১০টি গাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়। প্রদেশের আরেক জেলা কালাতে চার পুলিশ কর্মকর্তা এবং পাঁচ পথচারীসহ নয়জনকে গুলি করে হত্যা করা হয়েছে। একই দিন বোলানে একটি রেলপথ উড়িয়ে দেওয়ায় ছয়জন নিহত হন। মাস্তুংয়ের একটি পুলিশ স্টেশনে হামলা হয় এবং বেলুচিস্তানের গোয়াদর শহরে বেশ কয়েকটি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়। এ প্রদেশে সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠীর উপস্থিতি রয়েছে। গত কয়েক বছর ধরে সেখানে আন্দোলন চলছে। বেলুচিস্তান লিবারেশন আর্মি লোকজনকে পাঞ্জাব সংযুক্ত মহাসড়ক থেকে দূরে থাকার সতর্কবার্তা দেওয়ার পরপরই হামলার ঘটনাগুলো ঘটল। এক বিবৃতিতে গোষ্ঠীটি বলছে, বেসামরিকের বেশে থাকা সামরিক কর্মকর্তাদের পরিচয় যাচাই করে তাদের যোদ্ধারা গুলি করেছে। পাকিস্তানের স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, নিহতদের মধ্যে ডজনখানেক নির্দোষ বেসামরিক লোকও হয়েছেন। মুসাখালির জ্যেষ্ঠ কর্মকর্তা নাজিবুল্লাহ কাকার বার্তাসংস্থা এএফপিকে বলেন, পাঞ্জাব থেকে আসা গাড়ি তল্লাশি করা হচ্ছিল। যারা পাঞ্জাব থেকে এসেছিলেন, তাদের গুলি করা হয়েছিল। আহতদের কাছাকাছি দেরা গাজি খানের একতি হাসপাতালে নেওয়া হয়। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহসিন নাকবি পৃথক বিবৃতিতে মুসাখালির হামলাকে বর্বর বলে আখ্যা দিয়েছেন। তারা অপরাধীদের ছাড় না দেওয়ার অঙ্গীকারও করেছেন।