স্পোর্টস ডেস্ক
জুনের পর প্রথম গোলের দেখা পেলেন জুড বেলিংহাম। তার এই গোলেই রিয়াল মাদ্রিদ সান্তিয়াগো বার্নাব্যুতে জুভেন্টাসের লড়াকু পারফরম্যান্সকে ছাপিয়ে ১-০ গোলের জয় তুলে নিয়েছে। এই জয়ে চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের শতভাগ জয়ের রেকর্ড ধরে রাখলো স্প্যানিশ জায়ান্টরা। এই হারে জুভেন্টাস চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচ থেকে সংগ্রহ মাত্র দুই পয়েন্ট, যেখানে রিয়াল মাদ্রিদের ঝুলিতে ৯ পয়েন্ট। এদিকে, টানা বাজে ফর্ম কাটিয়ে চ্যাম্পিয়ন্স লিগে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়েছে লিভারপুল। বুধবার রাতে তারা জার্মানির ক্লাব আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টকে তাদেরই মাঠে ৫-১ গোলের বিশাল ব্যবধানে পরাজিত করেছে।
ম্যাচের ২৬ মিনিটে রাসমুস ক্রিস্টেনসেনের গোলে স্বাগতিক ফ্রাঙ্কফুর্টই প্রথমে এগিয়ে যায়। কিন্তুমাত্র নয় মিনিট পরই ফ্রাঙ্কফুর্টের সাবেক খেলোয়াড় উগো একিতিকে বল জালে জড়ান। বিরতির আগেই কর্নার থেকে ভার্জিল ফন ডাইক ও ইব্রাহিম কোনাতে হেডে গোল করে লিভারপুলকে ৩-১ ব্যবধানে এগিয়ে দেন।











