দলের সেরা তারকা কিলিয়ান এমবাপ্পেকে একাদশেই রাখলেন না ফ্রান্সের কোচ দিদিয়ের দেশম। ম্যাচের দুই-তৃতীয়াংশ সময় তাকে ছাড়া খেলেও অবশ্য বেলজিয়ামকে সহজেই হারিয়েছে ফরাসিরা। অন্যদিকে ফ্রান্সকে হারিয়ে আসর শুরু করা ইতালি পেয়েছে টানা দ্বিতীয় জয়। উয়েফা নেশন্স লিগের লিগ ‘এ’ এর গ্রুপ ‘টু’র ম্যাচে কাল ২-০ গোলে জিতেছে দিদিয়ের দেশমের দল। এর আগে গত শুক্রবার আসরে নিজেদের প্রথম ম্যাচে তারা ইতালির কাছে হেরে গিয়েছিল ৩-১ গোলে। ইতালির কাছে হেরে যাওয়া দলে বড় ধরনের পরিবর্তন এনে বেলজিয়ামের মুখোমুখি হয়ে ফ্রান্স। আগের ম্যাচে ৯০ মিনিট খেলা অধিনায়ক এমবাপ্পেকে কোচ দেশম বেঞ্চে বসিয়ে রাখেন। আক্রমণভাগেও আসে পরিবর্তন। হার দিয়ে আসর শুরু করা ফ্রান্সকে শুরুতে চেপে ধরেছিল বেলজিয়াম। কিন্তু প্রথমার্ধের মাঝপথে গিয়ে খেই হারিয়ে ফেলে তারা। ২৯তম মিনিটে লুজ বলে গোল আদায় করে নেন রান্দাল কোলো মুয়ানি। তার পিএসজি সতীর্থ উসমানে দেম্বেলে দ্বিতীয়ার্ধে ব্যবধান দ্বিগুণ করেন। ৬৭তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন এমবাপ্পে। দুইবার ভালো সুযোগও এসেছিল তার সামনে কিন্তু কাজে লাগাতে পারেননি। তাতে অবশ্য জয় পেতে সমস্যা হয়নি ফ্রান্সের। এদিকে বুদাপেস্টের নিরপেক্ষ ভেন্যুতে ইসরায়েলকে ২-০ গোলে হারিয়েছে ইতালি। ইতালির হয়ে গোল করেছেন দাভিদে ফ্রাত্তেসি ও মইজে কিন। টানা দুই জয়ে এ২ গ্রুপে শীর্ষে রইল ইতালি। ৩ পয়েন্ট করে নিয়ে পরের অবস্থানে আছে ফ্রান্স ও বেলজিয়াম। আরেক ম্যাচে নরওয়ে ২-১ গোলে হারিয়েছে অস্ট্রিয়াকে। গোলের দেখা পেয়েছেন ম্যানচেস্টার সিটির নরওয়েজিয়ান তারকা আর্লিং হলান্ড।