বেতাগী আস্তানা শরীফে মিলাদুন্নবী (দ.) আয়োজনের প্রস্তুতি সভা

3

রাঙ্গুনিয়ার বেতাগী আন্জুমানে রহমানিয়ার ব্যবস্থাপনায় দরবার-এ বেতাগী আস্তানা শরীফে জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী (দ.) মাহফিল সফল প্রকল্পে প্রস্তুতি সভা ২৩ আগস্ট দরবারের সাজ্জাদানশীন পীরে তরিকত হযরত মাওলানা গোলামুর রহমান (আশরফ শাহ্)’র সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সভায় জশনে জুলুছের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন শাহজাদা মাওলানা জিয়াউর রহমান আহমদ উল্লাহ্ আবু শাহ্, অধ্যক্ষ হযরত মাওলানা ইলিয়াছ নূরী, রফিক আহমদ, শাহজাদা মাহবুবুর রহমান ছফিউল্লাহ, মমতাজ উদ্দীন, নজরুল ইসলাম চৌধুরী, মুহাম্মদ হারুন, মুহাম্মদ হাশেম, মাস্টার মুহাম্মদ দেলোয়ার হোসেন সাইফু, মাওলানা মোজাম্মেল হক, মাওলানা মুহাম্মদ আব্দুন নূর, মুহাম্মদ বখতেয়ার আলম, মুহাম্মদ মাহবুবুল আলম, মাস্টার ফারুক আহমেদ, সৈয়দ মুহাম্মদ শাহেদ হোসেন, মাওলানা মুহাম্মদ জামাল হোসেন, মুহাম্মদ নেছার, মুহাম্মদ হাবিবুল্লাহ্, মাওলানা শাহ আলম, আহমদ সৈয়দ, মাওলানা বদরুদ্দীন ও জিয়াউদ্দীন আহমদ বাবর প্রমুখ। সভায় অধ্যক্ষ হযরত মাওলানা ইলিয়াছ নূরীকে আহবায়ক, মাস্টার দেলোয়ার হোসেন সাইফুকে সদস্য সচিব করে ৩৭ সদস্য বিশিষ্ট জুলুছ প্রস্তুতি কমিটি গঠন করা হয়।