রাঙ্গুনিয়া প্রতিনিধি
রাঙ্গুনিয়া উপজেলার বেতাগী ইউনিয়নের একটি কাঁচা সড়কের কালভার্ট ভেঙে পরিণত হয়েছে ‘মৃত্যুফাঁদে’। সড়কটি স্থানীয় বাসিন্দাদের নিত্য যাতায়াতের একমাত্র মাধ্যম। সড়কের এমন পরিস্থিতিতে চরম দুর্ভোগের পাশাপাশি দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয়রা। তারা সড়কসহ কালভার্টটি দ্রুত সংস্কারের দাবি জানান।
স্থানীয়রা জানান, এই সড়কের অবস্থান বেতাগী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডে। এনায়েত শাহ মাজার সংলগ্ন সড়ক। এই সড়ক দিয়ে মানুষ দীর্ঘদিন ধরে চলাচল করছেন। এক কিলোমিটার দীর্ঘ এই সড়কের একমাত্র কালভার্টটির উপর দিয়ে কয়েকমাস আগে ট্রাক যাওয়ার সময় একাংশ ভেঙে গেছে। ভেঙে যাওয়া অংশে বড় গর্তের সৃষ্টি হয়েছে। ফলে ভাঙা কালভার্টের উপর দিয়ে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করছেন এলাকাবাসী। এতে যাতায়াতে ভোগান্তি পোহাতে হচ্ছে তাদেরকে। আবার বৃষ্টি হলে পুরো সড়ক দিয়েই যাতায়াতে ভোগান্তি বাড়ে আরও কয়েকগুন।
স্থানীয় আমিনুর রহমান জানান, সড়কটি স্থানীয় কবরস্থান ও রোটারি বেতাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে যাওয়ার রাস্তা। কালভার্টটি ভেঙে এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কবরস্থানে একটা লাশ নিয়ে যাওয়াটাও এখন অনেক কষ্টসাধ্য। এর প্রতিকার করতে ইউনিয়ন পরিষদ ও উপজেলা প্রশাসনের প্রতি অনুরোধ জানাচ্ছি।
নুকুল আমিন নামে একজন জানান, দুঃখজনকভাবে সড়কের কালভার্ট ভেঙে যাওয়ায় পুরো রাস্তাটির অবস্থা এখন বেহাল। এতে মানুষ অনেক কষ্ট পাচ্ছেন।
এই ব্যাপারে বেতাগী ইউপি চেয়ারম্যান শফিউল আলম জানান, সড়কটি সংস্কারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অচিরেই কালভার্টসহ পুরো সড়ক সংস্কার করে স্থানীয়দের দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব করা হবে।