বেড়েছে সবজির দাম কমেছে ডিম-মুরগির

2

খুচরা বাজারে শসা, করলা, কাঁকরোল, ঝিঙা, মিষ্টি কুমড়ার দাম কেজিতে ১০ টাকা বেড়েছে। টমেটোর দাম বেড়েছে কেজিতে ৪০ টাকা। সবজির দাম বাড়লেও ডিম-মুরগির দাম কমেছে।
গতকাল শুক্রবার সকালে নগরের বহদ্দারহাট, চকবাজার ও আসকার দিঘীর পাড়ের কাঁচাবাজার ঘুরে এ চিত্র দেখা গেছে। খবর বাংলানিউজ’র
বাজারে প্রতিকেজি টমেটো বিক্রি হচ্ছে ১৬০ টাকা দরে। কচুরমুখী, বেগুন, করলা ও কাঁকরোল বিক্রি হচ্ছে ৭০ টাকায়, সাদা গোল বেগুন ৫০ টাকা, কালো গোল বেগুন ৬০ টাকা, শসা ৫০ টাকা থেকে ৭০ টাকা, পেঁপে ৩০ টাকা, মুলা ৬০ টাকা, ঢেঁড়স ৫০ টাকা, পটল ৫০ টাকা, চিচিঙ্গা ৫০ টাকা, ধুন্দল ৫০ টাকা, ঝিঙা ৬০ টাকা, বরবটি ৫০ টাকা, কচুর লতি ৬০ টাকা, মিষ্টি কুমড়া ৪০ টাকা দরে বিক্রি হচ্ছে। বাজারে ২০ টাকা কেজি দরে কাঁচামরিচ বিক্রি হয়েছে।
ব্রয়লার মুরগির প্রতিকেজি ১৪৫ টাকায় বিক্রি হচ্ছে। এছাড়া কক মুরগি ২৩০ থেকে ২৫০ টাকা, লেয়ার মুরগি ২৭০ থেকে ২৮০ টাকা, দেশি মুরগি ৫২০ থেকে ৫৫০ টাকা কেজি দরে বিক্রি হয়েছে। ফার্মের মুরগির প্রতি ডজন লাল ডিম ১১০ থেকে ১১৫ টাকা, আর সাদা ডিম ১০৫ থেকে ১১০ দরে বিক্রি হয়েছে। ডিমের দাম ডজনপ্রতি ৫ থেকে ১০ টাকা কমেছে। বাজারে খাসির মাংসের দাম কেজিতে ১০০ টাকা বেড়ে ১২০০ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস ৭৫০ থেকে ৯৫০ টাকা দরে বিক্রি হচ্ছে।
ইলিশ মাছ বিক্রি হচ্ছে ১ হাজার থেকে ২ হাজার ৩০০ টাকায়। রুই ৩০০ থেকে ৫৫০ টাকা, কাতলা ৩৫০ থেকে ৪৫০ টাকা, বেলে ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা, কালিবাউশ ৩৫০ থেকে ৭০০ টাকা, চিংড়ি ৯০০ থেকে ১ হাজার ৪০০ টাকা, কাঁচকি ৪০০ টাকা, চাষের কৈ ২৫০ থেকে ৩০০ টাকা, পাবদা ৪০০ থেকে ৬০০ টাকা, শিং ৫০০ থেকে ১ হাজার ২০০ টাকা, টেংরা ৫০০ থেকে ৮০০ টাকা, বোয়াল ৭০০ থেকে ১ হাজার ২০০ টাকা, চিতল ৬০০ থেকে ১ হাজার ২০০ টাকা দরে বিক্রি হচ্ছে।
চকবাজার কাঁচাবাজারের সবজি বিক্রেতা জসিম উদ্দিন বলেন, বেশকিছু সবজির দাম বেড়েছে। বিশেষ করে শসা, করলা, কাঁকরোল, ঝিঙা, মিষ্টি কুমড়া ও টমেটোর দাম বেড়েছে। বৃষ্টির কারণে সবজি কম আসছে। আড়তেও সবজির তেমন মজুদ নেই। তাই দাম একটু বাড়তি।