বেক্সিমকোর তিন কোম্পানিতে বসল স্বতন্ত্র পরিচালক

1

পূর্বদেশ ডেস্ক

দেশের অন্যতম শীর্ষ শিল্পগোষ্ঠী বেক্সিমকো গ্রুপের তিন কোম্পানিতে স্বতন্ত্র পরিচালক বসিয়েছে পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস ও শাইনপুকুর সিরামিকসে মোট ২৫ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্যে বেক্সিমকো ফার্মা দেশের পুঁজিবাজারের পাশাপাশি লন্ডন স্টক এক্সচেঞ্জে তালিকাভুক্ত।
এর আগে গত ১০ ডিসেম্বর তালিকাভুক্ত এ তিন কোম্পানিতে বিশেষ নিরীক্ষা চালানোর সিদ্ধান্ত দিয়েছিল নিয়ন্ত্রক সংস্থাটি। খবর বিডিনিউজের।
বিগত সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান বেক্সিমকো গ্রুপের ভাইস চেয়ারম্যান। সরকার পতনের পর থেকেই শ্রমিক অসন্তোষসহ নানা ধরনের সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে এ গ্রুপের কারখানাগুলো।
বেক্সিমকো গ্রুপের পরিচালকদের অনেকেই আত্মগোপনে রয়েছেন। ব্যাংক থেকে টাকা পাওয়া বন্ধ হওয়ায় অর্থ সংকটে পড়েছে গ্রুপের কোম্পানিগুলো। বেতন না পেয়ে শ্রমিকরা রাস্তায় নামায় সরকারকে তিন মাসের বেতনের ব্যবস্থা করে দিতে হয়েছে।
বেক্সিমকো গ্রুপের প্রায় ৪০ হাজার শ্রমিক-কর্মচারীর কর্মসংস্থান ঠিক রাখা, আইন-শৃঙ্খলা সামলানো এবং দেশের অর্থনীতির স্বার্থে এসব কোম্পানির ভবিষ্যত নিয়ে সরকারের উপদেষ্টা পর্যায় থেকে একটি কমিটি করা হয়েছে।
সেই কমিটি গ্রুপের কোম্পানিগুলোকে তিন শ্রেণিতে ভাগ করার সিদ্ধান্ত নেয়। এর মধ্যে মুনাফায় থাকা কোম্পানিগুলো চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। এর ধারাবাহিকতায় তিন কোম্পানি পরিচালনায় স্বতন্ত্র পরিচালক নিয়োগ দেওয়া হল।
গতকাল বুধবার বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শিল্প প্রতিষ্ঠানসমূহের শ্রম ও ব্যবসায় পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভায় (২০২৪ সালের ১১ ডিসেম্বর) সার্বিক পরিস্থিতি বিবেচনায় বেক্সিমকো গ্রুপের পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিসমূহে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন স্বতন্ত্র পরিচালক নিয়োগ প্রদান করবে মর্মে সিদ্ধান্ত গৃহীত হয়।