বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ আটজনের বিরুদ্ধে সতের বছর আগের নাইকো দুর্নীতি মামলায়, তদন্ত কর্মকর্তাসহ সব সাক্ষীকে বৃহস্পতিবার আদালতে হাজির করতে দুদককে নির্দেশ দিয়েছে আদালত। গতকাল রোববার ঢাকার ৯ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক শেখ হাফিজুর রহমান এ আদেশ দিয়েছেন। খালেদা জিয়ার অন্যতম আইনজীবী সৈয়দ মো, জয়নুল আবেদীন মেজবাহ বলেন, এদিন শুনানিতে খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা হাজিরা দেন। খবর বিডিনিউজের।
শুনানিতে আদালতে কোনো সাক্ষী উপস্থিত না হওয়ায় রাষ্ট্রপক্ষ থেকে সাক্ষ্যগ্রহণ পিছিয়ে দেওয়ার জন্য সময়ের আবেদন করা হয়।
এর আগেও গত তিনটি শুনানিতে কোনো সাক্ষী হাজির না হওয়ার খালেদা জিয়ার পক্ষে তার আইনজীবীরা মামলার সাক্ষ্য গ্রহণ সমাপ্ত করার আবেদন জানান।
তারা বলেন, এভাবে সাক্ষী হাজির না করে হয়রানি করা হচ্ছে; সুতরাং, মামলায় সাক্ষ্য সমাপ্ত করে দ্রæত রায় দেওয়া হোক। এই আবেদনের ভিত্তিতে তদন্ত কর্মকর্তাসহ রাষ্ট্রপক্ষের সব সাক্ষীকে আগামী ১২ সেপ্টেম্বর আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন বিচারক।
এ মামলার কার্যক্রম ঢাকার কেরানীগঞ্জের কেন্দ্রীয় কারাগারের প্রধান ফটকে স্থাপিত বিশেষ আদালতে হচ্ছে।
মামলায় ইতোমধ্যে সাতজন সাক্ষীর সাক্ষ্য নেওয়া হয়েছে। তাদের মধ্যে রয়েছেন মামলার বাদী এবং কানাডার পুলিশ সদস্য লয়েড স্কোয়েপ ও কেভিন ডুগান। সর্বশেষ সাক্ষ্য দিয়েছেন বাপেক্সের ঊর্ধ্বতন কর্মকর্তা আব্দুল বাকী।
কানাডীয় প্রতিষ্ঠান নাইকোর সঙ্গে ‘অস্বচ্ছ’ চুক্তির মাধ্যমে রাষ্ট্রের আর্থিক ক্ষতি ও দুর্নীতির অভিযোগে ২০০৭ সালের ৯ ডিসেম্বর বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১১ জনের বিরুদ্ধে এ মামলা করেন দুদকের সহকারী পরিচালক মুহাম্মদ মাহবুবুল আলম।