চট্টগ্রামস্থ বৃহত্তর ঢাকা সমিতির কার্যনির্বাহী কমিটির সভা গত ৪ মে সন্ধ্যা ৭টায় সমিতির সভাপতি মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পিলু ও যুগ্ম সম্পাদক মীর নাজমুল আহসান রবিনের যৌথ সঞ্চালনায় সমিতির নিজস্ব কার্যালয়ের করম আলী মেমোরিয়াল হলে অনুষ্ঠিত হয়। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান মৃধা। সমিতির এ পর্যন্ত যে সকল কর্মকর্তা ও সদস্য ইন্তেকাল করেছেন তাঁদের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পাঠ করেন সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পিলু।
সভাপতির অনুরোধক্রমে বিগত সভার কার্যবিবরণী ও প্রস্তাবাবলী পাঠ করেন সমিতির যুগ্ম সম্পাদক মীর নাজমুল আহসান রবিন। সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মো. মুজিবর রহমান, কোষাধ্যক্ষ মো. এমদাদুল হক, রওশন আরা চৌধুরী, কার্যনির্বাহী সদস্য এডভোকেট জহির হোসেন, মনোরঞ্জন দাস, মো. আলমগীর সরকার ও ইঞ্জিনিয়ার জসিম উদ্দিন। বিশেষ আমন্ত্রণে জীবন সদস্য ইঞ্জিনিয়ার রফিকুল ইসলাম এবং রোটারিয়ান মিন্টু ইব্রাহিম উপস্থিত ছিলেন। সভায় সমিতির যুগ্ম সম্পাদক মীর নাজমুল আহসান রবিনের প্রস্তাবনায় হোটেল আগ্রাবাদ এর ব্যবস্থাপনা পরিচালক এইচ.এম. হাকিম আলীকে সমিতির প্রধান পৃষ্ঠপোষক হিসেবে সর্বসম্মতিক্রমে নির্বাচিত করা হয়। উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করে সভাপতি সভার সমাপ্তি ঘোষণা করেন। বিজ্ঞপ্তি