বৃষ্টির পানিতে ভাসমান অজ্ঞাত লাশ উদ্ধার

1

চন্দনাইশ প্রতিনিধি

চন্দনাইশের কাঞ্চনাবাদ চা বাগান রাস্তার মাথা এলাকায় বৃষ্টির পানিতে ভাসমান অবস্থায় আনুমানিক ৪৫ বছর বয়স্ক অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার বিকেলে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে চন্দনাইশ থানা পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেন।
স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে চা বাগান রাস্তার মাথা সংলগ্ন স’মিলের পাশে জমিতে বস্তাবন্দী অবস্থায় কি যেন দেখতে পান তারা। পানির স্রোতে কিছুক্ষণ পর বস্তার ১ পাশে মানুষের পা দেখতে পেয়ে থানায় খবর দেন তারা। পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
থানার অফিসার ইনচার্জ (ওসি) নুরুজ্জামান জানান, স্থানীয়দের সংবাদের ভিত্তিতে লাশটি উদ্ধার করে সুরুতহাল রিপোর্ট তৈরি করে লাশটি ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। তবে লাশের পরিচয় এখনো পাওয়া যায়নি। ঐ ব্যক্তির বয়স আনুমানিক ৪৫ বছর হবে।