বৃষ্টির পর টাইগারদের ছন্দপতন

2

পূর্বদেশ ক্রীড়া ডেস্ক

গল টেস্টের দ্বিতীয় দিনে বিকেলটা রাঙানো হলো না বাংলাদেশের ব্যাটারদের। শেষ বিকেলে ২৬ রানের মধ্যে ৫টি উইকেট হারিয়েছে শান্তর দল। মুশফিকুর রহিম ও লিটন দাসের দারুণ জুটির পর দ্রুত ধস, সঙ্গে বৃষ্টির হানা- সব মিলিয়ে দ্বিতীয় দিনের শেষটা ভালো যায়নি বাংলাদেশের জন্য। দ্বিতীয় দিনের খেলা শেষে ৯ উইকেট হারিয়ে ৪৮৪ রান তুলেছে সফরকারী দল। হাসান মাহমুদ আর নাহিদ রানা শূন্য রান নিয়ে শেষ জুটি হিসেবে ক্রিজে আছেন। দিনের শুরুটা ছিল গতকালের ধারাবাহিকতায়। ২৭৯ বলে ১৪৮ রানের দারুণ এক ইনিংস খেলে ফিরে যান নাজমুল হোসেন শান্ত। এরপর মুশফিক-লিটনের দৃঢ়তায় এগোতে থাকে বাংলাদেশ। সেই খেলায় বাধা সৃষ্টি করে বৃষ্টি।
প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর খেলা শুরু হলেও ছন্দ হারিয়ে ফেলে বাংলাদেশ। ধস শুরু হয় এখান থেকেই। মুশফিক ফিরলেন এলবিডবিøউ হয়ে। তার আগে ১৬৩ রানের দারুণ ইনিংস খেলেছেন তিনি।
এরপরের ওভারেই লিটনও ফেরেন ৯০ রান করে। এরপর জাকের (৮) ও নাঈম (১১) ব্যর্থ। আর দিন শেষে বাংলাদেশের সংগ্রহ ৪৮৪/৯। বৃষ্টির পর ৬১ রানের মাঝে ৫ উইকেট হারানোয় দৃশ্যপট পুরো বদলে যায়!
শ্রীলঙ্কার হয়ে আসিথা ফার্নান্দো ৩ উইকেট নেন ৯০ রানে। ৩৮ রানে সমান উইকেট মিলান রাতœায়েকের।
আজ তৃতীয় দিনের খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সোয়া দশটায়। আলোকস্বল্পতার কারণে আজ আগে খেলা শেষ হওয়ার ক্ষতিটা পুষিয়ে নিতেই আজ ১৫ মিনিট আগে শুরু হবে।