হাটহাজারীর বুড়িশ্চর জিয়াউল উলুম জামে মসজিদে বিপুল সংখ্যক মুসল্লিদের উপস্থিতিতে নামাজ-দোয়া, জিকির-আযকার, সালাত-সালাম ও মোনাজাতের মাধ্যমে লাইলাতুল কদর পালিত হয়েছে। ইমাম মাওলানা মোহাম্মদ ইসমাইলের সদারতে, হাফেজ মুহাম্মদ জিল্লুর রহমান কুতুবীর সঞ্চালনায় রাতব্যাপী আয়োজনে প্রধান অতিথি ছিলেন খতিব অধ্যক্ষ আল্লামা সৈয়দ মোহাম্মদ ফরিদ উদ্দিন। মুসল্লিদের উদ্দেশে তিনি বলেন, মহান আল্লাহ তার বান্দাদের পরিত্রাণ দেওয়ার জন্য লায়লাতুল কদর দান করেন। তাই নিজের গুণাহের জন্য তার নিকট আত্মসমর্পণ করে অনুশোচনার মাধ্যমে ভবিষ্যতে গুণাহের কাজ পরিহার করে চলার অঙ্গীকার ব্যক্ত করা প্রত্যেকের উচিত।
উপস্থিত ছিলেন শেখ মোহাম্মদ ইউসুফ, সাইফুদ্দিন সওদাগর, মোহাম্মদ রফিক কোম্পানি, বেলাল উদ্দিন বিজয়, মোহাম্মদ ইলিয়াছ সাওদগর, মোহাম্মদ সরওয়ার উদ্দিন, সৈয়দ মোহাম্মদ মিজানুর রহমান, শামসুল আলম প্রমুখ। মিলাদ-কিয়াম, জিকির-আযকার, তাওবা-ইস্তিগফারের পর মুসলিম উম্মাহর ঐক্য শান্তি সমৃদ্ধি কামনা করে আখেরি মোনাজাতান্তে তাবরুক বিতরণ করা হয়। বিজ্ঞপ্তি