পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের স্ত্রী বুশরা বিবির বিরুদ্ধে নতুন তোশাখানা মামলায় গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বিশেষ আদালত। বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দেশটির আরাই নিউজ জানিয়েছে, আদালতে ধারাবাহিকভাবে দশ শুনানিতে উপস্থিত না হওয়ার কারণে এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে। বৃহস্পতিবারের শুনানি ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সির (এফআইএ) বিশেষ আদালতে বিচারক শাহরুখ আরজুমান্দের কাছে অনুষ্ঠিত হয়। মামলার পরবর্তী তারিখ সোমবার ধার্য করা হয়েছে। আদালত অভিযুক্তের জামিনদারকেও নোটিশ পাঠিয়েছে। ইমরান এবং বুশরা বিবির বিরুদ্ধে অভিযোগ, প্রধানমন্ত্রী থাকাকালে ১৪ কোটি রুপি মূল্যের উপহার বিক্রি করেছেন তারা। ওই উপহার রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে বিবেচিত হয়। এই মামলার ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) অভিযোগ করেছে, বিদেশি এক নেতার দেওয়া দামী বুলগারি জুয়েলারি সেট (হার, কানের দুল, ব্রেসলেট ও আংটি) ইমরান ও বুশরা কম দামে নিজেরা রেখে দিয়েছেন, যা সরকারি কোষাগারের জন্য বড় ধরনের ক্ষতি।