বুবলীর শুটিংয়ে হাতির হামলা, অনুমতি নিয়ে প্রশ্ন জয়ার

1

ভারতীয় সীমান্তঘেঁষা শেরপুরের নালিতাবাড়ীর গারো পাহাড়ে বেশ কয়েকদিন ধরে চলছে ‘শাপলা শালুক’ নামের সিনেমার শুটিং। শবনম বুবলী ও আব্দুন নূর সজল অভিনীত সিনেমাটির শুটিং সেটে বন্য হাতির আক্রমণে আতঙ্ক ছড়ায়।
জানা যায়, বুধবার (২৮ মে) সকালে প্রায় ৮-৯টি হাতির একটি দল শুটিং সেটে আক্রমণ চালায়। সামাজিকমাধ্যমে এই ঘটনার একটি ভিডিও প্রকাশ করেন অভিনেতা আব্দুন নূর সজল। সংবাদমাধ্যমে তিনি বলেন, এই অঞ্চলে প্রায়ই বন্য হাতির আনাগোনা থাকে। গতকাল আমরা হঠাৎ করেই হাতির আক্রমণের মুখে পড়ি। তবে সৌভাগ্যবশত বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি, সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া গেছে।
অন্যদিকে, এমন একটি সংবেদনশীল এলাকায় শুটিং করা নিয়ে তীব্র আপত্তি তুলেছেন দুই বাংলার খ্যাতিমান অভিনেত্রী জয়া আহসান। বৃহস্পতিবার (২৯ মে) সকালে নিজের ফেসবুকে একটি সংবাদ ফটোকার্ড শেয়ার করে তিনি লেখেন, এই আরেক উপদ্রব বনের ভিতর! বন বিভাগের দৃষ্টি আকর্ষণ করছি- মন চাইলেই কি লাইট, ক্যামেরা, অ্যাকশন শুরু করা যায়? তিনি আরও বলেন, মাইকের শব্দ, শুটিং টিমের বর্জ্য, গান-বাজনার মতো বিষয়গুলো এমন একটি সংবেদনশীল স্থানে কীভাবে অনুমোদন পায়? এসব তো বন্যপ্রাণীর জন্য হুমকি।” জয়ার এই বক্তব্য সামাজিকমাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। অনেকেই তার মন্তব্যের সঙ্গে একমত পোষণ করে বলেছেন, বনের পরিবেশে মানুষের অনুপ্রবেশ ও কৃত্রিম কার্যক্রম বন্যপ্রাণীদের আতঙ্কিত করে তোলে এবং প্রাকৃতিক ভারসাম্যে বিঘœ ঘটায়। এ ঘটনায় পর স্থানীয় প্রশাসন ও বন বিভাগ এখনও আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য দেয়নি।