বুধপুরা বাজার ও নয়া হাটে বিএনপির ৩১ দফার প্রচারণা কার্যক্রম

1

পটিয়া প্রতিনিধি

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক মো. ইদ্রিচ মিয়ার নেতৃত্বে লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
২৪ অক্টোবর বিকেলে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা বাজার ও নয়া হাট এলাকায় এ কর্মসূচি পালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির সদস্য জাহাঙ্গীর কবির, জাহাঙ্গীর আলম চৌধূরী, ইব্রাহিম কমিশনার, হারুন চৌধুরী, সেলিম মাষ্টার, আবু জাফর চৌধুরী, জিয়াউর রহমান, মো. জাফর, দিল মোহাম্মদ, মো. ফারুক, আক্তার চৌধুরী, আলী আকবর, লোকমান মিয়া, মো. ইলিয়াছ, হেলাল, ফয়েজ, মো. আবছার, আনোয়ার হোসেন রুবেল, আমিন সওদাগর, স্বেচ্ছাসেবক দল নেতা মো. মুরাদুল আলম, আব্দুল কাদের, এস এম সরোয়ার, মো. রিয়াজ, মো.পেয়ারু, মো.শাহাদাত, পটিয়া উপজেলা ছাত্রদল নেতা আশরাফ উদ্দিন নয়ন, কামাল উদ্দিন, মো. সাহেদ, মো. রুহান, মো. রাশেদুল ইসলামসহ নেতাকর্মীরা।
লিফলেট বিতরণকালে মো. ইদ্রিচ মিয়া বলেন, বিএনপি জনগণের দল। দেশনেতা তারেক রহমান দেশের গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য যে ৩১ দফা ঘোষণা করেছেন, তা বাস্তবায়ন হলে বাংলাদেশে সত্যিকারের পরিবর্তন আসবে। আমরা ঘরে ঘরে গিয়ে এই বার্তা পৌঁছে দিচ্ছি। বিএনপি চায় ন্যায়ভিত্তিক, জনগণের অংশগ্রহণমূলক একটি সম্বৃদ্ধ বাংলাদেশ।
তিনি আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনা সরকারের দুর্নীতি ও অন্যায়ের কারণে যখন দেশ গভীর সংকটে নিমজ্জিত হয়ে পড়েছিল তখনই তারেক রহমানের ৩১ দফার আর্বিভাব হয়। এ সংকট থেকে উত্তরণের রূপরেখা, জনগণকে সঙ্গে নিয়ে আমরা লিফলেট বিতরণের মাধ্যমে স্থানীয় জনগণের মাঝে ৩১ দফার তাৎপর্য তুলে ধরা হচ্ছে এবং আগামীর নতুন বাংলাদেশ বির্নিমানে সবার সক্রিয় অংশগ্রহণের আহŸান জানান জেলা বিএনপির এ নীতিনির্ধারক।