বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বিশেষ আলেখ্যানুষ্ঠান

7

শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বিশেষ আলেখ্যানুষ্ঠান ‘বুদ্ধের পথে এসো’ আজ বুধবার রাত ৯.৪৫ মি. প্রচারিত হবে। এতে আশির্বাণী প্রদান করবেন বাংলাদেশী বৌদ্ধদের সর্বোচ্চ ধর্মীয় গুরু ড. জ্ঞানশ্রী মহাথেরো। বিটিভি চট্টগ্রাম কেন্দ্রের জেনারেল ম্যানেজার নূর আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ও প্রোগ্রাম ম্যানেজার রোমানা শারমিনের ব্যবস্থাপনায় অনুষ্ঠানটির প্রযোজনা করেছেন মোস্তাফিজুর রহমান। গ্রন্থনা করেছেন অধ্যাপক সনজীব বড়ুয়া। অপু বড়ুয়া ও পাপড়ি বড়ুয়ার উপস্থাপনায়, অনুষ্ঠানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন তাপস কুমার বড়ুয়া নৃত্য পরিচালনায় অনন্য বড়ুয়া, ৫টি গানের গীত রচনা করেছেন স্বপন কুমার বড়ুয়া, মনোরঞ্জন বড়ুয়া ও অধ্যাপক সনজিব বড়ুয়া। সংগীত পরিবেশনায় আছেন রতন কুমার বড়ুয়া, শ্যামলী বড়ুয়া, সুমন বড়ুয়া, নিখিলেশ বড়ুয়া, চন্দন বড়ুয়া, সুরঞ্জন মুৎসুদ্দি, অর্পিতা বড়ুয়া, জয়া বড়ুয়া, তন্বী বড়ুয়া, প্রত্যয় বড়ুয়া অভি, পাপড়ি মুৎসুদ্দি, সুস্মিতা বড়ুয়া রিচি, স্বর্ণালী বড়ুয়া, অর্পা বড়ুয়া, সুকন্যা বড়ুয়া, মৌমিতা বড়ুয়া, মোহনা বড়ুয়া, মৃন্ময়ী বড়ুয়া, অর্চিতা বড়ুয়া, ক্যামেলিয়া বড়ুয়া, প্রিয়ন্তী বড়ুয়া, প্রত্যাশা বড়ুয়া, হিরো বড়ুয়া, জয় বড়ুয়া, আবির বড়ুয়া, পূজা বড়ুয়া, আয়ুশী বড়ুয়া ও রিজয় চৌধুরী।
নৃত্য পরিবেশনায় আছে অস্মিতা বড়ুয়া, অমৃতা বড়ৃয়া, সারগাম বড়ুয়া, বৈশালী বড়ুয়া, মধুরিমা বড়ুয়া মম, ঋত্বিকা বড়ুয়া, শ্রেয়সী বড়ুয়া, অদিতি বড়ু, সৃজনা বড়ুয়া, পড়শী বড়ুয়া, প্রিয়ন্তি বড়ুয়া, লাবন্য চাকমা। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন প্রযোজনা সহযোগী মো. ইকরাম খান। বিজ্ঞপ্তি