বুদ্ধ পূর্ণিমায় লাখেরায় শান্তি শোভাযাত্রা

1

বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বৌদ্ধ পূর্ণিমা উপলক্ষে পটিয়াস্থ লাখেরা বুদ্ধ সমিতি ও লাখেরা বৌদ্ধ ধর্মীয় শিক্ষালয়ের উদ্যাগে বুদ্ধ পূর্ণিমা- ২৫৬৯ ও বৌদ্ধবর্ষ উদ্যাপন এবং বিশ্ব শান্তি কামনায় শান্তি শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার সকালে লাখেরা অভয় বিহার প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়ে সমগ্র লাখেরা গ্রাম প্রদক্ষিণ করে।
শোভাযাত্রা উদ্বোধন করেন লাখেরা বৌদ্ধ সমিতির উপদেষ্টা পরিষদের চেয়ারম্যান অজিত বড়ুয়া শেলী। উপস্থিত ছিলেন উৎপল বড়ুয়া, লাখেরা বৌদ্ধ সমিতির সাধারণ সম্পাদক বিকাশ বড়ুয়া, সাগর বড়ুয়া (রাজু), আদেশ বড়ুয়া, সত্যজিৎ বড়ুয়া, সুরেশ বড়ুয়া, প্লাবু বড়ুয়া, তরুণ বড়ুয়া, দোলন বড়ুয়া, ছোটন বড়ুয়া, সেতু বড়ুয়া।
শোভাযাত্রা শেষে লাখেরা অভয় বিহারের বিহারাধক্ষ্য ভদন্ত ভদ্রীয় মহাথেরো’র সভাপতিত্বে ও বিকাশ বড়ুয়ার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন অজিত বড়ুয়া শেলী, তুহিন বড়ুয়া, অক্ষয় বড়ুয়া, উৎপল বড়ুয়া প্রমুখ। বিজ্ঞপ্তি