বুড্ডিস্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের মতবিনিময় সভা

1

রাউজান প্রতিনিধি

চট্টগ্রামের ঐতিহ্যবাহী দি বুড্ডিষ্ট কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন (বিসিসিইউএল) এর রজত জয়ন্তির উপলক্ষে মতবিনিময় সভা গত শুক্রবার দুপুরে রাউজানের পাহাড়তলীর একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। প্রতিষ্ঠানের চেয়ারম্যান ভদন্ত শাসন রক্ষিত ভিক্ষুর সভাপতিত্বে ও উদযাপন কমিটির মহাসচিব অধ্যাপক উজ্জ্বল মুৎসুদ্দীর সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রাক্তন সেক্রেটারি প্রজ্ঞাশ্রী ভিক্ষু, সংগঠনের সেক্রেটারি রনধীর বড়ুয়া, ডিরেক্টর প্রকৌশলী তীর্থংকর বড়ুয়া, মৃনাল কান্তি বড়ুয়া, মিলন বড়ুয়া, টিটুল বড়ুয়া, আয়ুপাল বড়ুয়া, আশুতোষ বড়ুয়া, বিশ্বজিৎ বড়ুয়া, প্রাক্তন সভাপতি সুদত্ত বিকাশ বড়ুয়া, স্বপন কুমার বড়ুয়া, সরিৎ চৌধুরী সাজু, চারুত্তম বড়ুয়া, জ্যেসেফ ডি মিলভা, দীপক বড়ুয়া, দীপন বড়ুয়া,বকুল বড়ুয়া প্রমুখ।
মতবিনিময় সভায় বক্তারা বলেন, আগামী ৭ই মার্চ কদলপুরে বর্ণাঢ্য আয়োজনে রজত জয়ন্তি উৎসব উদযাপন হবে। সেই সাথে প্রতিষ্টানের কয়েক হাজার সদস্যদের উপস্থিতির পাশাপাশি সরকারি বেসরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা সহ গুণি ব্যক্তিবর্গ উপস্থিত থাকবেন।