বুড্ডিস্ট ইয়ুথ ফ্রেন্ডশীপ গ্রুপ, বাংলাদেশ আয়োজিত “চেতনায় ৭১” শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং মুক্তিযোদ্ধা সম্মাননা- “মুক্তির কথা মুক্তিযোদ্ধাদের মুখে” অনুষ্ঠিত হয়। গত ২১ ডিসেম্বর শুক্রবার নগরের নন্দনকাননস্থ মহিলা কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত আয়োজনে বীর মুক্তিযোদ্ধা আবু সাঈদ সদ্দার, ভানু রঞ্জন চক্রবর্তী ও সুশান্ত বড়ুয়াকে সম্মাননা দেওয়া হয়। মুক্তিযোদ্ধাদের মুখে উঠে আসে প্রশিক্ষণ ছাড়া কীভাবে অসীম সাহস নিয়ে পাকিস্থানী সেনাবাহিনীর বিরুদ্ধে লড়ে গেছেন। সম্মুখ গেরিলা যুদ্ধের সত্যি ঘটনা এবং রনাঙ্গনের বিভিন্ন অপারেশনের কথা। মুক্তিযোদ্ধারা বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জেনে দেশকে ভালবাসতে আহবান করেছেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ইউএসটিসি) সাবেক উপাচার্য প্রফেসর ডা. প্রভাত চন্দ্র বড়ুয়া। সংগঠনের সভাপতি কল্লোল বড়ুয়া সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন বাংলাদেশ বুড্ডিস্ট ফাউন্ডেশনের ট্রাস্টি ও পৃষ্টপোষক সিদ্ধার্থ বড়ুয়া, সিভিও পেট্রোক্যামিকেল রিফাইনারি লিমিটেডের ডিএমডি নিজাম উদ্দিন মাহমুদ হোসেন, সাংগঠনিক সম্পাদক সজীব চৌধুরী গুঞ্জন, সাংস্কৃতিক সম্পাদক হৈমন্তী বড়ুয়া (ইমু) প্রমুখ। “চেতনায় ৭১” শীর্ষক চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ক বিভাগে প্রথম স্থান- সাফীরাহ মাকারিম, দ্বিতীয় স্থান- মেহেনুর আক্তার মনিরা, তৃতীয় স্থান- সুহিতা দে, খ বিভাগে প্রথম স্থান- অবন্তিকা দাশ, দ্বিতীয় স্থান- জয়িতা বড়ুয়া, তৃতীয় স্থান- দেবজ্যোতি মুৎসদ্দী, গ বিভাগে প্রথম স্থান- পূর্নতা সাহা, দ্বিতীয় স্থান- অহনা ইবনাত, তৃতীয় স্থান- বিমন বড়ুয়া অন্তু, ঘ বিভাগে প্রথম স্থান- অর্পনা বড়ুয়া, দ্বিতীয় স্থান- আদর বিশ্বাস, তৃতীয় স্থান- সাদিয়া সুবাহ অধিকার করেন। এরপর সাংস্কৃতিক অনুষ্ঠানে নাচ পরিবেশন করেন সমৃদ্ধি বড়ুয়া প্রিয়ন্তি, গান পরিবেশনায় ছিলেন রনক বড়ুয়া, রিতু বড়ুয়া ও সমাপ্তি বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সঞ্চারী বড়ুয়া ও ঈশিতা বড়ুয়া। অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন অনুষ্ঠান উদযাপন পরিষদ এর আহবায়ক প্রকৌশলী অমিত বড়ুয়া। বিজ্ঞপ্তি