বুজুর্গ উমেদ খাঁর স্মরণে চট্টগ্রাম ইতিহাস উৎসব

1

চট্টগ্রাম বিজয়ের ৩৫৯ বছর পূর্তি উপলক্ষে মুঘল যোদ্ধা শাহেন শাহ বুজুর্গ উমেদ খাঁ ও চট্টলগৌরব মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদী স্মরণে চট্টগ্রাম ইতিহাস উৎসব সম্পন্ন হয়েছে। প্রাচীন চট্টগ্রামের বিজয়, গৌরব ও ঐতিহ্য স্মরণে ‘১২তম চট্টগ্রাম ইতিহাস উৎসব ও সেমিনার ২০২৫’ গত ২ নভেম্বর নগরীর এশিয়ান এসআর হোটেল অডিটরিয়ামে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়। উৎসবটি আয়োজন করে দি একাডেমি অব হিস্ট্রি বাংলাদেশ। এবারের ইতিহাস উৎসব উৎসর্গ করা হয়েছে চট্টগ্রাম বিজেতা, বিপ্লবীর মহানায়ক বুজুর্গ উমেদ খাঁ ও চট্টলগৌরব মাওলানা মনিরুজ্জামান ইসলামাবাদীকে। সভাপতিত্ব করেন ইতিহাসবিদ ও শিক্ষাবিদ, লায়ন ড. মুহাম্মদ সানাউল্লাহ। অনুষ্ঠানটি পরিচালনা করেন দি একাডেমি অব হিস্ট্রি বাংলাদেশের পরিচালক ও সম্পাদক ইতিহাসবেত্তা সোহেল ফখরুদ-দীন। উৎসবের উদ্বোধন করেন চট্টগ্রাম বিভাগীয় সমাজকল্যাণ ফেডারেশনের মহাসচিব হাফেজ মোহাম্মদ আমান উল্লাহ। প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট ব্যাংকার ও শিক্ষাবিদ মুজিবুল কাদের মনজু। প্রধান আলোচক ছিলেন বীর মুক্তিযোদ্ধা ফজল আহমদ। আলোচনায় অংশগ্রহণ করেন ভাস্কর ডিকে দাশ মামুন, কবি ও কথাশিল্পী শাহাবুদ্দিন হাসান বাবু, লায়ন দুলাল কান্তি বড়ুয়া, সমাজসেবী আলী মুকাররিম মুনীরুল হক খোরাসানী, শিক্ষাবিদ ও কবি কুতুবউদ্দিন বখতিয়ার, কবি আলমগীর হোসাইন, রাজনীতিবিদ হাবিবুর রহমান, লেখক জিএম মামুনুর রশিদ, লেখক-ছড়াকার আবদুল্লাহ মজুমদার, মরমী কবি নাজমুল হক শামীম, কবি ও মানবাধিকার সংগঠক দেলোয়ার হোসেন মানিক, লেখক ও ব্যাংকার কায়সার উদ্দিন মালেকী, মানবাধিকার সংগঠক এইচ. এম. সোহেল, মুক্তিযোদ্ধা ও লেখক গোলাম নবী, সংগঠক মুদ্দাসসির হাসান, সজল দাশ, মহিউদ্দিন কাদের সামী, সাংবাদিক ও মানবাধিকার সংগঠক ওছমান জাহাঙ্গীর, সাংবাদিক সোহেল তাজ, মানবাধিকার কর্মী মীর বরকত হোসেন প্রমুখ। অনুষ্ঠানের শেষে প্রাচীন চট্টগ্রামের ইতিহাস, সাহিত্য, সংস্কৃতি ও প্রত্নসম্পদ রক্ষায় গবেষণামূলক কর্মসূচি জোরদার করার ঘোষণা দেওয়া হয় এবং আগামী বছরের ইতিহাস উৎসব আরও বৃহৎ পরিসরে আয়োজনের হবে বলে জানানো হয়েছে। বিজ্ঞপ্তি