বীর মুক্তিযোদ্ধা অর্ধেন্দু বিকাশ চৌধুরীর পরলোকগমন

4

বোয়ালখালীর বৈদ্যপাড়া গ্রামের সন্তান, চট্টগ্রাম মহানগরীর প্রবর্তক পল্লী নিবাসী, বৈদ্যপাড়া বোধিদ্রæম বিহারের ভূমিদাতা, সামাজিক, সাংগঠনিক ব্যক্তিত্ব বীর মুক্তিযোদ্ধা অর্ধেন্দু বিকাশ চৌধুরী গতকাল বুধবার সকাল ১০টায় চট্টগ্রাম মেডিকেল সেন্টারে বার্ধক্যজনিত রোগে ৯২ বছর বয়সে পরলোকগমন করেছেন। প্রয়াত অর্ধেন্দু বিকাশ চৌধুরী বিদেশি শিপিং কোম্পানি ‘লয়েডস্’ এর ম্যানেজার হিসেবে দীর্ঘদিন কর্মরত ছিলেন। তাঁর বড় সন্তান নুপুর চৌধুরী ও বড় মেয়ে শিমকি চৌধুরী আমেরিকা প্রবাসী, ছোট ছেলে অনুপম চৌধুরী পুলক বাংলাদেশ বৌদ্ধ সমিতি-যুব এর সহ সাংগঠনিক সম্পাদক এবং ছোট মেয়ে ডা. পুষ্পিতা চৌধুরী চুমকি চট্টগ্রাম ইম্পেরিয়াল হাসপাতালে কর্মরত আছেন। প্রয়াতের বড় ছেলে ও বড় মেয়ে আমেরিকা থেকে বাংলাদেশে পৌঁছার পর তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠান বোয়ালখালীর বৈদ্যপাড়া গ্রামে অনুষ্ঠিত হবে। বিজ্ঞপ্তি