বিয়ের সানাইয়ের অপেক্ষায় আলিয়া

76

প্রায় এক বছর ধরে প্রেমের সম্পর্কে রয়েছেন বলিউডের দুই তারকা রণবীর কাপুর ও আলিয়া ভাট। কাপুর পরিবারের বিশেষ পছন্দ আলিয়াকে। শিগগিরই নাকি আলিয়া এই পরিবারের পুত্রবধূ হতে চলেছেন। বলিউড আপাতত অপেক্ষায় রয়েছে সেই গ্র্যান্ড বিয়ে দেখার জন্য। কিন্তু কবে সেই দিনক্ষণ আসবে তা কেউই বলতে পারছেন না। এদিকে কিছুদিন আগে বাজারে ঘোরাঘুরি করছিল আলিয়া-রণবীরে বিয়ের কার্ড। যদিও পরে তা নকল বলে প্রমাণিত হয়। তবে তারা কিন্তু বেশ মজাতেই আছেন। নিজেদের কাজও করছেন, ঘুরেও বেড়াচ্ছেন।
কাপুর পরিবারের যাবতীয় পার্টিতে উজ্জ্বল উপস্থিতি থাকে আলিয়ার। এমনকী রণবীরের মা নীতু কাপুরের পাশে প্রায়ই দেখা মেলে নায়িকার। ঠিক যেন বাড়ির হবু বউ। পাশে দেখা গেছে আলিয়ার মা সোনি রাজদানকেও। কাপুর পরিবারের সঙ্গে ছুটি কাটাতেও দেখা গেছে আলিয়াকে। তাহলে কি সত্যিই হবু বৌমা এবার পাকাপাকি বসতে চলেছেন কাপুর পরিবারের সিংহাসনে? কারণ রণবীরের মা নীতু কাপুরের সঙ্গে আলিয়ার সম্পর্কটা বর্তমানে একটু বেশিই মাখো মাখো। বিয়ের সানাইয়ের অপেক্ষায় নায়িকা। তবে ভবিষ্যতে কী হবে, তা সময়ই বলে দেবে।