বিসিসিইউএল জেনারেল হাসপাতাল পরিদর্শনে মুসলিম চৌধুরী

1

রাউজান প্রতিনিধি

রাউজান পাহাড়তলী দি বিসিসিইউএল জেনারেল হাসপাতাল পরিদর্শনে সাবেক কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল (সিএজি) ও সাবেক অর্থসচিব, রাষ্ট্রায়ত্ত খাতের সোনালী ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ মুসলিম চৌধুরী। গত শুক্রবার সকালে রাউজানের পাহাড়তলী হাসপাতাল পরিদর্শন ও মতবিনিময় সভায় মিলিত হন তিনি। এসময় উপস্থিত ছিলেন হাসপাতালের চেয়ারম্যান ভদন্ত শাসন রক্ষিত ভিক্ষু মহোদয়, ভাইস চেয়ারম্যান অধ্যাপক উজ্জ্বল মুৎসুদ্দী, হাসপাতালের ভাইস চেয়ারম্যান প্রকৌশলী তীর্থংকর বড়ুয়া, ডিরেক্টর মার্কেটিং এপেক্সিয়ান মৃনাল কান্তি বড়ুয়া, ডিরেক্টর বিশ্বজিত বড়ুয়া প্রমুখ।
মতবিনিময় সভায় মুসলিম উদ্দীন চৌধুরীর বিসিসিইউএল জেনারেল হাসপাতালের মনোমুগ্ধকর পরিবেশবান্ধব ইনডোর দেখে সন্তোষ প্রকাশ করেন।