স্পোর্টস ডেস্ক
গত মাসের শেষদিকে নিয়োগ পেয়েছিলেন। দশদিন যেতে না যেতেই বিসিবি সভাপতির উপদেষ্টা পদ ছাড়লেন ক্রীড়া সাংবাদিক ও ক্রিকেট বিশ্লেষক সৈয়দ আবিদ হোসেন সামি। গতকাল মঙ্গলবার (১ জুলাই) ফেসবুক পোস্টে তিনি দায়িত্ব পালনে অনিচ্ছার কথা জানান। ক্রীড়া সাংবাদিকতায় তরুণ প্রজন্মের কাছে পরিচিত মুখ হলেও আবিদ হোসেন সামি অভিজ্ঞতার দিক থেকে অনেকের চেয়ে পিছিয়ে। ফলে কেউ কেউ মনে করেন, ক্রীড়া উপদেষ্টার আশীর্বাদপুষ্ট হওয়ায় এই পদ পেয়েছেন সামি। তার নিয়োগের পর থেকেই এটা নিয়ে নানা কানাঘুষা ছিল। তবে সেটি বড় কারণ নয়। মূলত সামি সমালোচনার মুখে পড়েন বিসিবি সভাপতির উপদেষ্টা পদে থেকে কন্টেন্ট বানানোর কাজ চালিয়ে যাওয়ায়। অনেকেই মনে করেন, এটি কনফ্লিক্ট অব ইন্টারেস্ট। যার জেরেই সমস্যা তৈরি হয়েছে।
সামি নিজেও তার ফেসবুক পোস্টে সেটি উল্লেখ করেছেন। সামি মনে করছেন, তিনি নোংরা রাজনীতির শিকার হচ্ছেন এই পদে কাজ করতে গিয়ে। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকেও বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হচ্ছে। তিনি থাকলে বিসিবি সভাপতি নানাভাবে বাধাপ্রাপ্ত ও বিতর্কিত হবেন, কাজ করার স্পিরিট থাকবে না। সবকিছু বিবেচনায় এনে অনেকটা অভিমান নিয়েই পদ ছাড়ার ঘোষণা দিয়েছেন সামি।