স্পোর্টস ডেস্ক
অনেক বাধা আর অনিশ্চয়তার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালনা পরিষদের নির্বাচন। আর এই নির্বাচনে পরিচালক পদে বিজয়ী হয়েছেন আমিনুল ইসলাম বুলবুল, নাজমুল আবেদীন ফাহিম ও ফারুক আহমেদসহ ২৩জন প্রার্থী। চট্টগ্রামের অন্যতম সেরা ক্রিকেট পৃষ্ঠপোষক আহসান ইকবাল চৌধুরী (আবির) চট্টগ্রাম বিভাগ থেকে বিনা প্রতিদ্বন্ধিতায় পরিচালক নির্বাচিত হয়েছেন।
তবে বিবিবির গত কমিটির পরিচালক, চট্টগ্রামের আরেক প্রথিতযশা ক্রীড়া সংগঠক মনজুর আলমকে নির্বাচনী বৈতরণী পার থেকে ক্যাটাগরি-২ (ক্লাব) তে কাউন্সিলরদের ভোটে অংশ নিতে হয়েছে এবং ভোটাররাও তার উপর আস্থা রেখেছেন ৩৯ ভোট দিয়ে। ঐতিহ্যবাহী চট্টগ্রাম মোহামেডান স্পোর্টিং ক্লাবের সিনিয়র সহসভাপতি মনজু এর আগে আন্তর্জাতিক সেবা সংস্থা লরায়ন্স ক্লঅব ইন্টারন্যাশনালের ডিস্ট্রিক্ট গভর্নর হিসেবেও দায়িত্ব পালন করেছেন সফলভাবে।
ক্যাটাগরি-২ (ক্লাব) থেকে ৭৬ জন কাউন্সিলরের ভোটে ১২ জন পরিচালক নির্বাচিত হয়েছেন। আর এই ১২টি পদের জন্য লড়াই করেছেন ১৬ জন কাউন্সিলর।
ক্যাটাগরি-২ থেকে বিজয়ী হয়েছেন- ফারুক আহমেদ, ইশতিয়াক সাদেক, আদনান রহমান (দীপন), ফায়াজুর রহমান, আবুল বাশার, শাহনিয়ান তানিম, মোখছেদুল কামাল, এম নাজমুল ইসলাম, আমজাদ হোসেন, মনজুর আলম, ইফতেখার আহমেদ মিঠু ও মেহরব আলম চৌধুরী।
অন্যদিকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সংস্থা নিয়ে গঠিত তৃতীয় ক্যাটাগরির ৪৫ জন কাউন্সিলরের ভোটে পরিচালক হিসেবে নির্বাচিত হয়েছেন খালেদ মাসুদ পাইলট।











