বিসিবির নতুন পরিচালক ফাহিম

6

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন পরিচালক হয়েছেন নাজমুল আবেদীন ফাহিম। বুধবার যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে হওয়া বিসিবির সভায় তাকে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে পরিচালক করা হয়েছে। জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দুজন পরিচালক সরাসরি বিসিবির দায়িত্ব পান। এতদিন জালাল ইউনুস ও আহমেদ সাজ্জাদুল আলম ববি এই দায়িত্ব ছিলেন। এ দু’টি জায়গায় এবার এসেছেন ফারুক ও ফাহিম। দীর্ঘদিন ধরেই ক্রিকেটের সঙ্গে আছেন ফাহিম। বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে কাজ করেছেন লম্বা সময়। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেম ডেভেলপমেন্ট ম্যানেজার হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।