স্পোর্টস ডেস্ক
অনেকদিন ধরেই জাতীয় দলের নির্বাচক কমিটি ২ জনের। সাধারণতঃ তিন সদস্যর নির্বাচক কমিটি থাকলেও সাবেক প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু আর হাবিবুল বাশার সুমন কমিটির বাইরে চলে যাওয়ার পর জাতীয় দলের নির্বাচক কমিটিতে আছেন শুধু দুজন; গাজী আশরাফ হোসেন লিপু ও আব্দুর রাজ্জাক। কিন্তু অপর পদটি ফাঁকাই আছে। প্রায় ৭/৮ মাস পর অবশেষে সেই শূন্য পদেও নির্বাচক আসছেন। গত পরশু রোববার বিসিবির পরিচালক পর্ষদের সভায় এ নির্বাচক নিয়ে আলোচনা হয়েছে এবং তৃতীয় নির্বাচক মনোনয়নের কাজে বিসিবি অনেকদুর এগিয়েও গেছে। প্রেস ব্রিফিংয়ে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল জানান, তারা (বিসিবি) তৃতীয় নির্বাচক নিয়োগের কাজ শুরু করেছেন। মিটিংয়ে আলোচনা হয়েছে। কয়েকটি নামও উঠে এসেছে। খোঁজ নিয়ে জানা গেছে, বিসিবির সর্বশেষ সভায় সম্ভাব্য নির্বাচক হিসেবে সবচেয়ে আলোচিত হয়েছে সাবেক নির্বাচক সাজ্জাদ আহমেদ শিপনের নাম। পাশাপাশি আরও একটি নাম উঠে এসেছে। তিনি হলেন হাসিবুল হোসেন শান্ত।
অন্যদিকে নারী নির্বাচক কমিটিতে একজন নারী নির্বাচকও নিয়োগ দেওয়া হবে। জাতীয় দলের সাবেক এক নারী ক্রিকেটারকে নির্বাচক কমিটির সদস্য করা হবে।