বিসিবিতে দুদকের অভিযান

1

মুজিব শতবর্ষ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ঘিরে বড় অঙ্কের অর্থ জালিয়াতির অভিযোগে বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) হানা দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল দুপুরে দুদকের দুই সহকারী পরিচালক আল আমিন ও মাহমুদুল হাসান বিসিবি কার্যালয়ে গিয়ে প্রায় ১ ঘণ্টার অভিযান চালান। তারা জানান, ২০২০-২১ সালে মুজিব ১০০ প্রোগ্রামে খরচ দেখানো হয়েছে ২৫ কোটি টাকা, কিন্তু প্রকৃত ব্যয় ছিল মাত্র ৭ কোটি। অর্থাৎ প্রায় ১৯ কোটি টাকার হদিস নেই।
এছাড়া কনসার্টের টিকিট বিক্রি বাবদ পাওয়া ২ কোটি টাকাও আয় হিসেবে দেখানো হয়নি। সব মিলিয়ে আত্মসাতের পরিমাণ আরও বাড়তে পারে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তারা। সব অভিযোগ যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে দুদক।