বিশ্রামের বছর পেরিয়ে কাজের বছরে পা ফেললেন অভিনেতা শ্যামল মাওলা। বিষয়টি এমন নয়, সদ্য বিদায়ী বছরে অভিনেতা শুধু ঘুমিয়েছেন! তা নয়। কাজও করেছেন। তবে সেটি বিশ্রামের মতো করে, ধীরলয়ে। নতুন বছরে এসে নিজের সম্পর্কে এমনটাই মন্তব্য করেছেন ওটিটি অধ্যায়ের বেশ উজ্জ্বল এই অভিনেতা। তিনি বলেন, ‘গত বছর (২০২৪) আমার একটু ঢিমেতালে কেটেছে। একটু বিশ্রাম নিতে চেয়েছিলাম। কারণ তার আগের বছর (২০২৩) একটু বেশি কাজ করে ফেলেছিলাম। ফলে টায়ার্ড হয়ে গিয়েছিলাম। তাই ইচ্ছে করেই ২০২৪ সালে কম কাজ করেছি। তবে এ বছর (২০২৫) আবার পুরোদমে কাজ করতে চাই।’ এই হলো শ্যামল মাওলার বিশ্রাম-বয়ান।
মঞ্চ থেকে উঠে আসা এই অভিনেতা এরই মধ্যে সমৃদ্ধ অবস্থান গড়ে নিয়েছেন টিভি, ওটিটি হয়ে সিনেমাতেও। তবে গত দুই বছর ওটিটি অঙ্গনে সবার নজর কেড়েছেন তিনি। ‘সদরঘাটের টাইগার’, ‘মানি হানি’, ‘মাইনকার চিপায়’, ‘মহানগর’-এর মতো সিরিজে কাজ করে আলোচিত হয়েছেন।