বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ল্যাবএইড কার্ডিয়াক হাসপাতালে গত রবিবার এক সেমিনারের আয়োজন করা হয়।
ল্যাবএইড ফার্মাসিউটিক্যালসের পৃষ্ঠপোষকতায় এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মো. আসিফুদ্দোজা। সেমিনারে চেয়ারম্যান ছিলেন ডা. আবদুজ জাহের। কো-চেয়ারম্যান ছিলেন ডা. এপিএম সোহরাবুজ্জামান ও ডা. লুতফর রহমান। প্যানেল অব এক্সপার্ট ছিলেন ডা. সমীরণ কুমার সাহা, ডা. আমজাদ হোসাইন, ডা. শংকর নারায়ণ দাস, ডা. অরুণ কুমার শর্মা এবং ডা. এস মোকাদ্দাস হোসেন।
অনুষ্ঠান পরিচালনা করেন ডা. নুর মোহাম্মদ। শুভেচ্ছা বক্তব্য দেন ল্যাবএইড ফার্মাসিউটিক্যালসের নির্বাহী পরিচালক (মার্কেটিং ও কমার্শিয়াল) এসএম নূর হোসাইন। ল্যাবএইড হাসপাতালের সিইও আহমেদ দাউদ অনুষ্ঠান শেষে ধন্যবাদ জ্ঞাপন করেন। এ সময় হাসপাতালের হেড অব অপারেশন ইফতেখার আহমেদসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি