নভেল ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ে বিশ্বের নেতৃত্ব দিচ্ছে যারা, সেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দুই কর্মী প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। ডব্লিউএইচওর মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার গতকাল মঙ্গলবার জেনিভায় সাংবাদিকদের এ তথ্য জানান। রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়, সুইজারল্যান্ডের জেনিভায় এই প্রথম ডব্লিউএইচওর কারও মধ্যে এ ভাইরাস সংক্রমণের তথ্য পাওয়া গেল। এর আগে ইউরোপের একই শহরে জাতিসংঘের একজন এবং গত সপ্তাহে বিশ্ব বাডুজ্য সংস্থার একজন নভেল করোনাভাইরাসের সংক্রমণে কভিড-১৯ রোগে আক্রান্ত হন।
ডবিøউএইচও’র মুখপাত্র সাংবাদিকদের বলেন, ‘অফিস সেরে বাসায় যাওয়ার পর আমাদের ওই কর্মীদের মধ্যে উপসর্গ দেখা দেয়। পরীক্ষা করার পর তাদের কভিড-১৯ এ আক্রান্ত হওয়ার বিষয়ে আমরা নিশ্চিত হয়েছি’।
তবে আক্রান্ত ওই দুইজন নভেল করোনাভাইরাস মোকাবেলার কাজে যুক্ত ছিলেন কি না, সে বিষয়ে নিশ্চিত হতে পারেনি রয়টার্স।
লিন্ডমেয়ার জানান, জেনিভায় ডব্লিউএইচওর সদরদপ্তরে প্রায় ২ হাজার ৪০০ স্থায়ী কর্মী ও পরামর্শক আছেন। তবে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সংক্রমণ এড়াতে তাদের অধিকাংশই এখন কাজ করছেন বাসা থেকে।
ডব্লিউএইচওর সর্বশেষ তথ্য অনুযায়ী, সুইজারল্যান্ডে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২০০ জনে। প্রাদুর্ভাব নিয়ন্ত্রণের চেষ্টায় কর্তৃপক্ষ ইতোমধ্যে সেনা মোতায়েনসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। দেড়শর বেশি দেশে ছড়িয়ে পড়া এ ভাইরাসে ইতোমধ্যে ১ লাখ ৮০ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছে, বিশ্বজুড়ে মৃতের সংখ্যা ৭ হাজার ছাড়িয়ে গেছে। খবর বিডিনিউজের