বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালের উদ্যোগে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ‘জন্ম হোক সুরক্ষিত, ভবিষ্যৎ হোক আলোকিত’ প্রতিপাদ্যে হাসপাতাল প্রাঙ্গণ থেকে বের হয়ে র্যালিটি আন্দরকিল্লা সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে হাসপাতালের হলরুমে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. আবদুল মন্নানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. কাজী আশিক আমান, সিনিয়র কনসালটেন্ট ডা. অজয় দাশ, ডা. মোর্শেদা খানম, ডা. রওশন আরা বেগম, ডা. এ এস এম লুৎফুল কবির, ডা. রাশনা দাশ, হিসাবরক্ষক মো. ফোরকান সহ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। এসময় ডা. আবদুল মন্নান বলেন, স্বাস্থ্য মানুষের অমূল্য সম্পদ। স্বাস্থ্য ঠিক না থাকলে মানুষের আর কোন কিছুই ঠিক থাকে না। এজন্যই স্বাস্থ্যকে সকল সুখের মূল বলা হয়। কিন্তু তারপরও বেশিরভাগ মানুষ স্বাস্থ্যের ব্যাপারে সচেতন নয়। বিজ্ঞপ্তি