বিশ্ব সুন্নী আন্দোলন এর মানববন্ধন-সমাবেশ

4

বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের এর প্রতিষ্ঠাতা প্রবর্তক আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমা এর দিক নির্দেশনায় ৮ সেপ্টেম্বর ঢাকার গুলিস্তানে হযরত গোলাপ শাহ রাহ. মাজার শরিফ প্রাঙ্গণে ইসলামের আধ্যাত্মিক কেন্দ্র মহান আওলিয়া কেরামের মাজার শরীফে হামলা ও বিভিন্ন সুন্নী মাদ্রাসা এবং বিভিন্ন ধর্মের উপাসনালয়ে হামলা ও জবরদখলের প্রতিবাদ ও অপরাধীদের শাস্তির দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে বিশ্ব সুন্নী আন্দোলন। মানববন্ধনে সভাপতিত্ব করেন বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, এর মহাসচিব আল্লামা শেখ রায়হান রাহবার। বক্তব্য রাখেন কেন্দ্রীয় নেতা আল্লামা আবু আবরার চিস্তি, আল্লামা আরেফ সারতাজ, সুফি আহমদ মোর্শেদ, মুফতি আল্লামা রেজাউল কাওসার, শেখ নঈম উদ্দিন, শেখ হানিফ, আওয়াল কাদেরী, কৃষিবিদ মিজানুর রহমান আখন্দ, এডভোকেট মাঈনুঊদ্দীন টিটু, অধ্যাপক মোকাররম হোসেন, এডভোকেট শারমিন সুলতানা।
ইমাম হায়াত বলেন, ‘ইসলামের শিক্ষা সব মানুষ যার যার ধর্ম মত পথ আদর্শ নিয়ে স্বাধীন ও নিরাপদে চলবে, কেউ কারো উপর আঘাত হামলা জবরদখল ইসলামের বিপরীত অন্যায় অপরাধ। যে অন্যের অধিকার অস্বীকার করে সে মুসলিম নয়, অন্যের অধিকার যে অস্বীকার করে সে মানুষ নয় অমানুষ, শান্তি ও জ্ঞানের মাধ্যমে সত্য মিথ্যা তুলে ধরা ও সবার অধিকার মর্যাদা রক্ষা করাই ইসলামের শিক্ষা। আল্লাহতায়ালার অলিগণের শানে আঘাত সব ঈমানদারের ঈমানী হৃদয়ে আঘাত। অলিগণের মাজারে হামলাকারী আল্লাহতাআলার শত্রু উল্লেখ করে তিনি বলেন, আল্লাহতাআলার অলিগণই দয়াময় আল্লাহতাআলা ও প্রাণাধিক প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সম্পর্কের কেন্দ্র। আওলিয়া কেরামের মাজার শরীফ আল্লাহতাআলার নিদর্শন। আল্লাহতাআলার অলিগণ সকল মানুষের জন্য কল্যাণ ও মানবতার কেন্দ্র, ধর্মাস্থানে হামলাকারিরা ধর্ম ও মানবতার শত্রু। সত্য-ন্যায়-জীবন-মানবতার বিরুদ্ধে এসব ভয়াবহ যুদ্ধ ও ধ্বংসযজ্ঞের কেবল নিন্দা ও প্রতিবাদ করে অপশক্তির কবল থেকে মুক্তি আসবে না। আমরা ঈমানী ধারা এবং সকল ধর্মীয় মূল্যবোধ ও মানবতার বিশ্বাসী সব মানুষ বিভিন্ন ধর্মের নামে এসব অধর্ম উগ্রবাদ ও বিভিন্ন বস্তুবাদি মতবাদ ভিত্তিক একক গোষ্ঠীর স্বৈরব্যবস্থা পরিবর্তন করে সর্বজনীন মানবতার রাষ্ট্রব্যবস্থা ও অখন্ড বিশ্বব্যবস্থা গড়ে তোলার বিপ্লবী লক্ষ্যে ঐক্যবদ্ধ হওয়া ব্যতীত এসব অপশক্তি কখনও বিদুরিত হবে না। বিজ্ঞপ্তি